২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



আসছে রোজা, বাড়ছে ছোলার আমদানি

আনোয়ার হোসেন বুলু, হিলি (দিনাজপুর) || ১৮ ফেব্রুয়ারী, ২০২৩, ০৫:০২ পিএম
আসছে রোজা, বাড়ছে ছোলার আমদানি


রমজান মাসকে সামনে রেখে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে ছোলার আমদানি। সংশ্লিষ্টরা বলছেন, প্রতিদিন আমদানি হচ্ছে ৪০০ থেকে ৫০০ মেট্রিক টন ছোলা। আর আমদানিকাররা বলছেন,প্রতিবছর রমজান মাসে ছোলার চাহিদা বেড়ে যায়। তাই রমজানকে সামনে রেখে ফেব্রুয়ারি থেকে ভারতীয় ছোলা আমদানি শুরু হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) হিলি স্থলবন্দরের আমদানিকার-বিক্রেতা-ক্রেতার সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।

আমদানিকারক মো. রবিউল ইসলাম সুইট বলেন, ‘রোজাদারদের ইফতারির তালিকায় ছোলা থাকেই। প্রতিবছর অন্যান্য সময়ের চেয়ে রমজানে ছোলার চাহিদা বেড়ে যায়। তাই আমদানিকারকেরা ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই ছোলা আমদানি শুরু করেছেন। বন্দরের ভেতরে প্রতিকেজি  প্রকারভেদে ৭৬ থেকে ৭৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।’

খুচরা-বিক্রেতা অলক অধিকারী বলেন, ‘আমরা প্রতিকেজি থাইল্যান্ডের ছোলা ৯০ টাকা ও অস্ট্রেলিয়ার ছোলা  ৮৫ টাকা কেজি দরে বিক্রি করছি। আর ভারতীয়

ছোলার দাম একটু কম। বন্দর থেকে ৭৮ টাকা কেজি দরে কিনে ৮০ টাকায় বিক্রি করছি।’

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি মো. হারুন-উর-রশিদ হারুন বলেন, ‘রমজান উপলক্ষে ফেব্রুয়ারির শুরু থেকে আমদানিকারকেরা বিনাশুল্কে ভারতীয় ছোলা আমদানি শুরু করেছেন। প্রতিদিনই হিলিবন্দর দিয়ে ৪০০ থেকে ৫০০ মেট্রিক টন আমদানি হচ্ছে। কয়েকদিন পর আরও বাড়তে পারে।’

পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা মো, সোহরাব হোসেন মল্লিক প্রতাপ ঢাকা বিজনেসকে বলেন, ‘বছরের অন্যান্য সময় হিলিবন্দর দিয়ে ছোলা আমদানি হয় না বললেই চলে। ফেব্রুয়ারির শুরু থেকে আমদানিকারকেরা বেশি করে আমদানি করছেন। প্রতিদিন ২ থেকে ৩ ট্রাকে করে ৪০০ থেকে ৫০০ মেট্রিক টন ছোলা আমদানি হচ্ছে।’

ঢাকা বিজনেস/এনই/ 



আরো পড়ুন