বাংলাদেশের প্রথম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়—বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। তবে, প্রথম থেকে এটি পিজি হাসপাতাল নামে পরিচিত ছিল। কিন্তু অনেকেই জানেন না—কেন এই মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে ‘পিজি হাসপাতাল’ বলা হয়।। এই রহস্য জানতে আমাদের যেতে হবে ৫৮ বছর আগে।
তখন ১৯৬৫ সাল। চিকিৎসায় স্নাতকোত্তর কোর্স চালুর জন্য ঢাকায় ‘ইনস্টিটিউট অব পোস্ট গ্র্যাজুয়েট মেডিসিন অ্যান্ড রিসার্চ (IPGMR)’ প্রতিষ্ঠিত হয়। পাকিস্তানি শাসকগোষ্ঠীর ব্যাপক বিরোধিতা সত্ত্বেও ব্রিটিশ কাউন্সিলের উপদেষ্টা স্যার জেমস ডি এস কেমেরন, অধ্যাপক নুরুল ইসলাম ও অধ্যাপক একেএস আহম্মদ—এই তিন জনকে নিয়ে গড়ে ওঠে এই প্রতিষ্ঠান। স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা-গবেষণার দায়িতপ্রাপ্ত হলেও ডিগ্রি দেওয়ার এখতিয়ার ছিল না এই প্রতিষ্ঠানের। IPGMR কার্যক্রমসহ অনেক মেডিক্যাল কলেজের এমবিবিএস ডিগ্রি দিতো ঢাকা বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে অধ্যাপক নুরুল ইসলামের অনুরোধে তৎকালীন মন্ত্রী জহুর আহমেদ চৌধুরী মুসলিম লীগের পরিত্যক্ত ভবনটি (ব্লক-এ) পোস্টগ্র্যাজুয়েট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেন। এরপর থেকে এখানেই পিজি হাসপাতালের কার্যক্রম চলে। তবে, ১৯৯৮ সালে জাতীয় সংসদে আইন পাসের মাধ্যমে এটিকে বিশ্ববিদ্যালয় করে নাম দেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামানুসারে এই প্রতিষ্ঠানের নামকরণ করা হয়। প্রতিষ্ঠাতা উপাচার্য ছিলেন অধ্যাপক কাদরী। ঢাকার শাহবাগে অবস্থিত এই প্রতিষ্ঠানটি বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ চিকিৎসা শিক্ষাকেন্দ্র হিসেবে পরিচিত। শিক্ষা, গবেষণা ও মানসম্মত চিকিৎসা সমান্তরালভাবে চলছে এই মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে।
বিশ্ববিদ্যালয়ে মোট পাঁচটি বহুতল ভবন আছে; ব্লক এ, বি, সি, ডি এবং কেবিন ব্লক। ক্যাজুয়ালটি ডিপার্টমেন্ট, মেডিসিন বহির্বিভাগ, সার্জারি, নিউরোসার্জারি, গ্যাস্ট্রোএন্টারলজি, হেমাটোলজি, সাইকিয়াট্রি, পিডিয়াট্রিক সার্জারি এবং হাসপাতালের ডিসপেনসারি আলাদা একটি কমপ্লেক্সে অবস্থিত।
নতুন নামকরণ হলেও এখনো অনেকেই এই হাসপাতালকে পিজি বলেই চেনেন। পিজির পূর্ণরূপ হিসেবে অনেকেই ‘পাকিস্তান জেনারেল হসপিটাল’ মনে করেন। তবে, এই ধারণা সম্পূর্ণ ভুল। প্রকৃত অর্থে, ইনস্টিটিউট অব পোস্ট গ্রাজুয়েট মেডিসিন অ্যান্ড রিসার্চ (IPGMR)-কে সংক্ষিপ্ত রূপে পিজি (PG) বলা হয়। সূত্র: ইন্টারনেট
ঢাকা বিজনেস/এন/এম/