নিউজিল্যান্ডে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল। এর প্রভাবে দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এদিকে, ঝড়ের তাণ্ডবে স্থানীয় অন্তত ৩৮ হাজার ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক অঞ্চল প্লাবিত হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একটি প্রতিবেদন থেকে এতথ্য জানা যায়।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছে, পানির স্তর বাড়তে থাকায় মানুষ বাড়ির ছাদে আটকা পড়েছে, ভূমিধসে বাড়িঘর ধ্বংস হয়েছে এবং রাস্তাগুলো পানিতে তলিয়ে গেছে। কয়েকটি এলাকায় মোবাইল ফোন পরিষেবাও বন্ধ রয়েছে।
বিবিসি জানায়, ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের কারণে জরুরি অবস্থা ঘোষণা করেছে নিউজিল্যান্ড। দেশটির ইতিহাসে তৃতীয়বারের মতো এ ধরনের সতর্কতা জারি করা হলো।
দেশটির জরুরি ব্যবস্থাপনামন্ত্রী কিয়েরন ম্যাকঅ্যানাল্টি মঙ্গলবার সকালে জরুরি অবস্থার ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন। দেশটির নর্থল্যান্ড, অকল্যান্ড, তাইরাউহিটি, বে অব প্লেন্টি, ওয়াইকাটো এবং হকস বে অঞ্চলে এ জরুরি অবস্থা জারি থাকবে। ম্যাকঅ্যানাল্টি এ ঘূর্ণিঝড়কে ‘নজিরবিহীন প্রাকৃতিক দুর্যোগ’ বলে মন্তব্য করেছেন।
প্রতিবেদন থেকে জানা যায়, পশ্চিম অকল্যান্ডে একটি বাড়ি ধসে পড়ার পর একজন উদ্ধারকর্মী নিখোঁজ রয়েছেন। অন্য একজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা বিজনেস/এম