২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



১০ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি ১৮ বছর পলাতক, অতপর...

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || ১০ ফেব্রুয়ারী, ২০২৩, ০৯:০২ এএম
১০ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি ১৮ বছর পলাতক, অতপর...


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বাদল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ১৮ বছর ধরে পলাতক ছিলেন।  

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়। 

বাদল মিয়া উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামোড়া গ্রামের জালাল মিয়ার ছেলে। 

বিজয়নগর থানা পুলিশের উপ-পরিদর্শক শরীফুল ইসলাম বলেন, ‌‘১৯৯৯ সালে বাদল মিয়াকে পাইপগানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গ্রেপ্তার করেছিলেন। ওই মামলায় হবিগঞ্জ আদালত থেকে জামিনে বের হয়ে আসেন তিনি। পরবর্তী সময়ে এর ৪/৫ বছর মামলা চালিয়ে তিনি আর আদালতে হাজির হননি। প্রায় ১৮ বছরের অধিক সময় আদালতে হাজির না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে বাদল পলাতক ছিলেন৷’ 

তিনি আরও বলেন, ‘গত ৮ জানুয়ারি হবিগঞ্জ আদালতের এক রায়ে বাদলকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করা হয়। রায়ের পর তার গ্রেপ্তারি পরোয়ানা বিজয়নগর থানায় পাঠানো হয়। পরে বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিকালে তাকে আদালতে প্রেরণ করা হলে ব্রাহ্মণবাড়িয়া আদালতের বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে পাঠান।’ 

আজহার/এম



আরো পড়ুন