সম্প্রীতিকে উৎসাহিত করতে ভারতে ১৪ ফেব্রুয়ারি ‘গরু আলিঙ্গন দিবস’ উদযাপন করা হবে। এ বিষয়ে সর্বসাধারণকে অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে দেশটির পশু কল্যাণ বোর্ড। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস প্রকাশিত একটি প্রতিবেদন থেকে এতথ্য জানা যায়।
এদিকে, প্রতিবছর বিশ্বব্যাপী ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবস পালিত হয়। কিন্তু ভারতে ভালোবাসা দিবস পালনের পাশাপাশি গরু আলিঙ্গন দিবস উদযাপনের অনুরোধ জানানো হয়।
পশুপালন ও ডেইরি বিভাগের অধীনে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব গো-প্রেমী মা গরুর গুরুত্বের কথা মাথায় রেখে ১৪ ফেব্রুয়ারিকে গরু আলিঙ্গন দিবস হিসেবে পালন করতে পারেন এবং জীবনকে সুখ ও ইতিবাচক শক্তিতে পূর্ণ করতে পারেন।’
বিজ্ঞপ্তির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গরুকে জড়িয়ে ধরার মাধ্যমে ‘মানসিক সমৃদ্ধি’ আসবে এবং ‘ব্যক্তিগত ও সমষ্টিগত সুখ’ বাড়বে। গরু অপরিসীম উপকারী প্রাণী। গরুর সঙ্গে আলিঙ্গন মানসিক সমৃদ্ধি আনবে। অতএব, গরু প্রেমীরাও মা গরুর গুরুত্বের কথা মাথায় রেখে ১৪ ফেব্রুয়ারিকে গরু আলিঙ্গন দিবস হিসাবে উদযাপন করতে পারেন।
ঢাকা বিজনেস/এইচ