১৮ মে ২০২৫, রবিবার



ভারতে যুব সাফের ফাইনালে বাংলাদেশ

খেলা ডেস্ক || ১৭ মে, ২০২৫, ০১:৪৬ পিএম
ভারতে যুব সাফের ফাইনালে বাংলাদেশ


ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। গতকাল ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে যুবাদের জয়ে একটি করে গোল করেন অধিনায়ক নাজমুল হুদা ও আশিকুর রহমান। নেপালের পক্ষে গোলটি করেন সুজন ডাঙ্গোল। গতকাল রাতে দ্বিতীয় সেমিফাইনালে মালদ্বীপকে ৩-০ গোলে হারায় ভারত। আগামীকাল ফাইনাল।

দীর্ঘ চেষ্টা আর অপেক্ষার পর ম্যাচের ৭৩ মিনিটে নাজমুলের কর্নারে আশিকুর রহমানের হেডে লিড নেয় বাংলাদেশ। ৮১ মিনিটে ডান প্রান্ত দিয়ে আক্রমণে ওঠা মোহাম্মদ মানিকের বুদ্ধিদীপ্ত পাস থেকে নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন নাজমুল (২-০)। ম্যাচের ৮৭ মিনিটে বাংলাদেশের জমাট রক্ষণ চুরমার করে গোল করে বসেন নেপালের সুজন ডাঙ্গোল।

গ্রুপ পর্বে মালদ্বীপের সঙ্গে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। লাল-সবুজরা এখন শিরোপা থেকে এক জয় দূরে। ভারত দুই ম্যাচে গুঁড়িয়ে দেয় প্রতিপক্ষকে। শ্রীলংকাকে ৮-০ গোলে ও নেপালকে ৪-০ গোলে হারায় স্বাগতিকরা।



আরো পড়ুন