২১ এপ্রিল ২০২৫, সোমবার



প্রথম ভারত সফরে জেডি ভ্যান্স, মোদির সঙ্গে বৈঠক আজই

আন্তর্জাতিক ডেস্ক || ২১ এপ্রিল, ২০২৫, ০৪:০৪ পিএম
প্রথম ভারত সফরে জেডি ভ্যান্স, মোদির সঙ্গে বৈঠক আজই গার্ড অব অনার নিচ্ছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স


যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ভারত সফর সোমবার শুরু হয়েছে, তিনি তাঁর পরিবারসহ পালাম বিমানবন্দরে এসে পৌঁছান। এটি জেডি ভ্যান্সের ভারতের প্রথম আনুষ্ঠানিক সফর, যা ২১ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত চার দিনের জন্য নির্ধারিত। এই সফরটি ইতালিতে তাঁর সরকারি সফরের পরপরই হচ্ছে

জেডি ভ্যান্স সকাল ৯টা ৩০ মিনিটের দিকে দিল্লিতে নামেন এবং সোজা অক্ষরধাম মন্দিরে যান তাঁর স্ত্রী উষা ভ্যান্স তিন সন্তানইওয়ান, বিবেক এবং মেরিবেলকে নিয়ে। তিনি সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে , লোক কল্যাণ মার্গে তাঁর সরকারি বাসভবনে সাক্ষাৎ করবেন বলে নির্ধারিত রয়েছে। দিল্লি ছাড়াও, ভ্যান্স মঙ্গলবার বুধবার যথাক্রমে জয়পুর এবং আগ্রা সফর করবেন এবং বৃহস্পতিবার সকালে ভার‍ত ত্যাগ করবেন

জেডি ভ্যান্স, তাঁর স্ত্রী উষা ভ্যান্স এবং তাঁদের সন্তানদের পালাম বিমানবন্দরে অভ্যর্থনা জানান কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ভারতে এসে পৌঁছানোর পর, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টকে একটি আনুষ্ঠানিক গার্ড অব অনারও প্রদান করা হয়

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, প্রধানমন্ত্রী মোদী এবং জেডি ভ্যান্স বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। এটি একটি আনুষ্ঠানিক সফর। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। আর যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের একটি বিস্তৃত কৌশলগত বৈশ্বিক অংশীদারিত্ব রয়েছে। সুতরাং, যখন আপনি কোনো দেশের সঙ্গে এমন মাত্রার অংশীদারিত্বে থাকেন, তখন স্বাভাবিকভাবেই সব প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা হবে,” বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল

ভ্যান্সকে স্বাগত জানাতে দিল্লি জুড়ে অনেক ব্যানার-পোস্টার টানানো হয়েছে এবং শহরের ট্রাফিক পুলিশ দিনের বিভিন্ন সময়ে যান চলাচল নির্বিঘ্ন রাখতে বিশেষ নির্দেশনা জারি করেছে। সাধারণ মানুষকে মূলত মধ্য দিল্লির কিছু রুট এড়িয়ে চলতে এবং সম্ভব হলে গণপরিবহন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে

 

 



আরো পড়ুন