১১ জানুয়ারী ২০২৫, শনিবার



টহল ফাঁড়িতে বাঘের গর্জন, আতঙ্কে বনরক্ষীরা

কয়রা (খুলনা) সংবাদদাতা || ০৬ ফেব্রুয়ারী, ২০২৩, ১১:০২ পিএম
টহল ফাঁড়িতে বাঘের গর্জন, আতঙ্কে বনরক্ষীরা


সুন্দরবন খুলনা রেঞ্জের অধীন শরবতখালী ফরেস্ট অফিস এলাকায় গত রোববার (৫ ফেব্রুয়ারি) রাতে দুটি বাঘের গর্জনে আতঙ্কিত ছিলেন বনরক্ষীরা। একই স্থানে বাঘ দুটি রাতভর ঘোরাঘুরি করেছে বলে জানিয়েছে বন বিভাগ। 

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে ওই স্থান থেকে দুটি বাঘের পায়ের ছাপ ক্যামেরাবন্দি করেছেন বন বিভাগের কর্মরত টহল ফাঁড়ির সদস্যরা। 

শরবতখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মিজানুর রহমান বলেন, ‘সম্প্রতি টহল ফাঁড়ির আশপাশ এলাকায় তিনটি বাঘ ঘোরাফেরা করছে। রাতে পুকুরপাড়ে দুটি বাঘের গর্জন শোনা যায়। রাতভর আমাদের আতঙ্কে থাকতে হয়। সকালে দুটি বাঘের পায়ের ছাপ ক্যামেরাবন্দি করা হয়েছে। তবে বাঘ দুটি বয়স্ক। এখনো বাঘগুলো অফিসের আশেপাশে নদী তীরে অবস্থান করছে।’ 

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, ‘বর্তমান সময়টা সুন্দরবনের বাঘের প্রজননকাল। তাই সঙ্গীসহ বাঘগুলো নিজস্ব প্রকৃতিতে চলাচল করছে। তাদের নিরাপদে রাখতে বনরক্ষীদের নির্দেশনা দেওয়া হয়েছে।’

তারিক/এম



আরো পড়ুন