সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে ৩-১ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশের নারী ফুটবলাররা। তবে প্রথমার্ধে আঘাত পাওয়ায় বাংলাদেশের দ্বিতীয় অর্ধে অধিনায়ক শামসুন্নাহারকে ছাড়াই খেলতে হয়।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নেপালকে হারায় শামসুন্নাহারের দল।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই বাংলাদেশকে লিড এনে দেন আকলিমা খাতুন। ঘরোয়া লিগে সর্বোচ্চ গোলদাতা আকলিমা সাফে বাংলাদেশের গোল সূচনা করেন। বারো মিনিট পর শামসুন্নাহার ব্যবধান দ্বিগুণ করেন। বক্সের মধ্যে দারুণভাবে বলের নিয়ন্ত্রণ নিয়ে গোল করেন। ২৪ মিনিটে খেলায় ফেরে নেপাল। মনমায়া দামাইয়ের নেওয়া শট পোস্টের ভেতরের অংশ লেগে গোল হয়। তাতে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
বাংলাদেশের দ্বিতীয় অর্ধ শুরু হয় অধিনায়ক শামসুন্নাহারকে ছাড়া। প্রথমার্ধে আঘাত পেয়ে মাঠের বাইরে চলে যান তিনি। আক্রমণ আর পাল্টা আক্রমণে দ্বিতীয়ার্ধের খেলা চলতে থাকে। মাত্র এক গোলের ব্যবধান নিয়ে শঙ্কায় থাকা বাংলাদেশ শিবিরে স্বস্তি দেন রিপা। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে গোল দেন তিনি।
প্রসঙ্গত, ভারত ম্যাচের জন্য আত্মবিশ্বাসও আজ সঞ্চয় করে নিলো বাংলাদেশ। রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচে তাদের মুখোমুখি বাংলাদেশ। শুক্রবারই প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে ভুটানকে ১২-০ গোলে উড়িয়ে দেয় ভারত।
ঢাকা বিজনেস/এইচ