২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



ভিসতা ক্রিকেটে শুভকি ইলেভেন স্টারের জয়

টাঙ্গাইল সংবাদদাতা || ০৬ ফেব্রুয়ারী, ২০২৩, ০৮:০২ পিএম
ভিসতা ক্রিকেটে শুভকি ইলেভেন স্টারের জয়


টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বিখ্যাত পাথরাইল মাঠে চলছে ভিসতা টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। সোমবারের (৬ ফেব্রুয়ারি, ২০২৩) ম্যাচে জয় পেয়েছে ইলেভেন স্টার, শুভকি। 

পাথরাইল বীনা পাণি কিশোর সমিতি আয়োজিত ১৬ দলের টুর্নামেন্টটি শুরু হয় গত শুক্রবার। 

সোমবারের ম্যাচে টস জিতে ব্যাটিং নেয় চন্ডি আলামিন ক্লাব। সময় স্বল্পতার কারণে খেলা প্রতি ইনিংস থেকে ৪ ওভার কমানো হয়। নির্ধারিত ১৬ ওভারে ৫ উইকেট হারিয়ে আলামিন ক্লাব সংগ্রহ করে ২১০ রান। 

জবাবে ২ বল হাতে রেখে, ১৫.৪ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় প্রতিপক্ষ ইলেভেন স্টার, শুভকি। তারা ২১১ রান করে ৪ উইকেট হারিয়ে।

ব্যাট হাতে ৮৩ রান করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন শুভকির উদয়। খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার দেন স্থানীয় সমাজসেবক রুহুল আমিন এবং ইউপি মেম্বার ভজন বসাক। 

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন