২৩ ফেব্রুয়ারী ২০২৫, রবিবার



খাদ্য কর্মসূচিতে সহায়তার স্থগিতাদেশ প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক || ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:০২ এএম
খাদ্য কর্মসূচিতে সহায়তার স্থগিতাদেশ প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র


জাতিসংঘ পরিচালিত বিশ্ব খাদ্য সহায়তা কর্মসূচিতে সহায়তার স্থগিতাদেশ প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে সমুদ্র পথে জাহাজে করে ৫ লাখ মেট্রিক টন খাবার সরবরাহে অনিশ্চয়তা কেটেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে । 

রোববার (০৯ ফেব্রুয়ারি) এক্স পোস্টে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, টাইটেল ২ ফান্ড দিয়ে যুক্তরাষ্ট্রের কৃষকদের কাছ থেকে খাদ্য ক্রয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এর ফলে ইউএসএআইডি চুক্তি অনুযায়ী ডব্লিউএফপি খাদ্য ক্রয় এবং বিরতরণ করতে পারবে। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব ধরনের বৈদেশিক সাহায্য ৯০ দিনের জন্য স্থগিত করার পর, জরুরি খাদ্য সহায়তার জন্য ছাড় থাকলেও ওয়াশিংটন মার্কিন কৃষকদের দ্বারা উৎপাদিত পণ্য কেনা বন্ধ করে দিয়েছিল। মূলত এই অনুদান তার ‘আমেরিকা ফার্স্ট’ পররাষ্ট্র নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা পর্যালোচনা করার জন্য। 

মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব খাদ্য কর্মসূচিকে (ডব্লিউএফপিকে) একাধিক প্রকল্পে মার্কিন অর্থায়ন অনুদানের কাজ বন্ধ করার জন্যও বলেছে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও’র খাদ্য ছাড়পত্র জারির পাঁচ দিন পরে বিষয়টি সামনে এসেছে। 

বাতিল করা অনুদানগুলোর মধ্যে বেশ কয়েকটি ছিল ‘ফুড ফর পিস টাইটেল ২’ কর্মসূচির অধীনে। এই কর্মসূচির অধীনে মার্কিন পণ্য অনুদানে বছরে প্রায় ২ বিলিয়ন ডলার ব্যয় করা হয়। এই কর্মসূচিটি মার্কিন আন্তর্জাতিক খাদ্য সহায়তার প্রধান অংশ গঠন করে। যেটি মার্কিন কৃষি বিভাগ (ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার) এবং মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) যৌথভাবে পরিচালনা করে। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। 



আরো পড়ুন