০৬ ফেব্রুয়ারী ২০২৫, বৃহস্পতিবার



হিলিতে কমেছে সবজির দাম

আনোয়ার হোসেন বুলু, দিনাজপুর || ২৬ জানুয়ারী, ২০২৫, ১১:০১ এএম
হিলিতে কমেছে সবজির দাম


দিনাজপুরের হিলিতে কমেছে আলুসহ সবধরনের সবজির দাম। প্রতিটি সবজি এখন মিলছে ২০ থেকে ৩০ টাকা কেজি দরে। তবে করলার দাম কমেনি। প্রতিকেজি করলা বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। 

ক্রেতারা বলছেন, এখন সবজি কিনে একটু স্বস্তি পাচ্ছেন। কিছুদিন আগে সবজির বাজারে গেলে চোখ কপালে উঠতো। বর্তমানে প্রতিটি সবজির দাম সহনীয় পর্যায়ে এসেছে। আর বিক্রেতারা বলছেন, চলতি সপ্তাহে বাজারে সবজির সরবরাহ প্রচুর বেড়েছে। তাই দামও কমে এসেছে। 

রোববার (২৬ জানুয়ারি) কথা কথা হয় হিলিবাজারে কাঁচা সবজি কিনতে আসা মো. আব্দুর রহিমের সঙ্গে । তিনি বলেন, একমাস আগে কাঁচা বাজারের যে অবস্থা ছিল, তাতে তো আমাদের মতো মধ্যবিত্ত আয়ের মানুষদের নাভিশ্বাস উঠেছিল। এখন সবজির দাম কমেছে। ক্রেতাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। ৩০ টাকা কেজি দরের আলু ২০ টাকা কেজি, ৪০ টাকা কেজি দরের বেগুন ২০ টাকা কেজি, ৩০ টাকা কেজি দরে টমেটো ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।  

আরেক ক্রেতা মো. সাব্বির হোসেন বলেন, সবজির দাম কমায় নিম্ন আয়ের মানুষদের জন্য খুবই সুবিধা হয়েছে। একমাস আগে একজন দিনমজুর যে টাকা আয় করতো। তা দিয়ে চাল কিনতেই শেষ হয়ে যেতো। সবজি কেনার মতো টাকা থাকতো না। এখন সবজির দাম কমে ভালো হয়েছে। ২০ থেকে ৩০ টাকা কেজি দরের মধ্যে সব ধরনের সবজি কিনতে পারছে। তবে সব সবজির দাম কমলেও করলার দাম কমেনি । আগেও ৮০ টাকা কেজি ছিল । এখনো ৮০ টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে। 

হিলি বাজারের সবজি বিক্রেতা মো. সাদ্দাম হোসেন ঢাকা বিজনেসকে বলেন, প্রথম বাজারে কোনো সবজি আসলে দাম একটু বেশি থাকে। এখন বাজারে প্রচুর সবজির সরবরাহ। তাই দামও কমেছে। ৩০ টাকা কেজি দরের আলু ২০ টাকা কেজি, ৩০ টাকা কেজি দরের টমেটো ২০ টাকা দরে, ৪০ টাকা কেজি দরের বেগুন ৩০ টাকা কেজি দরে বিক্রি করছি। 



আরো পড়ুন