ব্যাংকের বিকল্প পরিচালক নিয়োগের নতুন প্রজ্ঞাপন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে, ব্যাংকের কোনো পরিচালক টানা তিন মাস বিদেশে বা নিরবচ্ছিন্নভাবে অনুপস্থিত থাকলে বিকল্প পরিচালক নিয়োগ দেওয়া যাবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়া নিয়োগপ্রাপ্ত বিকল্প পরিচালক দায়িত্ব পালন বা পর্ষদের সহায়ক কমিটির সভায় অংশগ্রহণ করতে পারবেন না। এত দিন বিকল্প পরিচালক নিয়োগে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি লাগত না, কেবল অবহিত করতে হতো।
ব্যাংক কোম্পানি আইন ও বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, পরপর তিনটি সভায় বা তিন মাস কোনো পরিচালক সভায় অংশ না নিলে তাঁর পদ শূন্য হয়ে যায়। এর মধ্যে যেটি বেশি সময় হবে, সেটিই কার্যকর হয়। কিন্তু করোনার সময় এই বিধান স্থগিত করা হয়।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে ১৮ সেপ্টেম্বর থেকে বিধানটি আবার কার্যকর করা হয়েছে। ফলে সভায় অংশ না নেওয়ার কারণে অনেক পরিচালক চলতি মাসেই পদ হারাবেন বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে।
মূলত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক ব্যাংক পরিচালক গা ঢাকা দেওয়ার এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কেউ কেউ বিদেশে পাড়ি দিয়েছেন। তাঁদের মধ্যে অনেক ব্যাংকের চেয়ারম্যানও আছেন। পরিচালকদের টানা অনুপস্থিতির কারণে বিভিন্ন ব্যাংকের পর্ষদ সভার আকারও ছোট করা হয়েছে।
জানা গেছে, এখন অনেক ব্যাংক পরিচালক বিকল্প পরিচালক হওয়ার মাধ্যমে পদ ধরে রাখার চেষ্টা করছেন। সে কারণে বাংলাদেশ ব্যাংক পূর্বানুমোদন নেওয়ার বিধান যুক্ত করেছে।