০৫ ফেব্রুয়ারী ২০২৫, বুধবার



নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নাটোর সংবাদদাতা || ০৬ জানুয়ারী, ২০২৫, ১২:০১ পিএম
নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২


নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ও একজন আহত হয়েছেন। রোববার (৫ জানুয়ারি) বিকালে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া নিংগইন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসমাউল হক  এই তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, দুর্ঘটনায় নিহত একজনের নাম  রুবেল হোসেন (২৮)। তিনি বগুড়া দুপচাচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের খেয়ালী মধ্যপাড়ার ইসমাইলের ছেলে। নিহত অন্যজন একই গ্রামের মনজুর আলমের ছেলে নাদিম মাহমুদ।  আহতজন একই এলাকার সামসুদ্দিন। তার চিকিৎসা চলছে।

ওসি আরও জানান, বগুড়া থেকে মোটরসাইকেলে নাটোরের হালতিবিলে হাসের খামারে যাওয়ার পথে সিংড়া হাইটেক পার্ক এলাকায় পৌঁছালে বগুড়াগামী পিকাপের সঙ্গে ধাক্কা লাগে। এতে সবাইগুরুতর আহত হন। স্থানীয়রা ঘটনাস্থল থেকে তিন জনকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। হাসপাতালে পৌঁছানোর আগেই  দুই জন মারা যান।  

/সাইদুর/  




আরো পড়ুন