২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



সিরিজ জয়ের লক্ষ্যে ভোরে মাঠে নামছে বাংলাদেশ

ঢাকা বিজনেস স্পোর্টস ডেস্ক || ১৭ ডিসেম্বর, ২০২৪, ০৮:১২ পিএম
সিরিজ জয়ের লক্ষ্যে ভোরে মাঠে নামছে বাংলাদেশ


পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফর করছে বাংলাদেশ ক্রিকেট দল। টাইগার বাহিনী সফরের শেষ দিকে চলে এসেছে। টেস্ট ও ওয়োনডে’র পর চলছে টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচ সিরিজের প্রথমটি জিতে ভালো অবস্থানে বাংলাদেশ- টিম টাইগার। 

বুধবার (১৮ ডিসেম্বর) ভোরে তারা মাঠে নামছেন দ্বিতীয় টি-টোয়েন্টিতে। এই ম্যাচ জিতলেই টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬ টায়। খেলা দেখা যাবে টি-স্পোর্টসে। 

সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্র্যানাডাইনসের রাজধানী কিংস্টন এর আর্নস ভেল মাঠে হচ্ছে টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ। এই মাঠে ব্যাটিংটা বেশ কঠিন। এর আগের ম্যাচেও তা দেখা গেছে। 

১৬ ডিসেম্বর সকালে প্রথম ম্যাচে মাত্র ৭ রানে জিতেছিল বাংলাদেশ। লো স্কোরিং ম্যাচ হলেও বোলার মেহেদী এবং হাসান মাহমুদের নৈপূণ্যে জিতেছিল সফরকারীরা। সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে মরিয়া টাইগার বাহিনী। অন্যদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সাবেক চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজও প্রথম ম্যাচের বদলা নিতে মুখিয়ে আছে। সব মিলিয়ে দ্বিতীয় ম্যাচটি হতে যাচ্ছে উপভোগ্য, জমজমাট। দেখা যাক ব্যাট-বল কার হয়ে কথা বলে। 

চলতি সফরে টেস্ট সিরিজে ১-১ এ ড্র করেছিল বাংলাদেশ। কিন্তু সেন্ট কিটসে ওয়ানডে সিরিজের সবগুলো হেরে ধবল ধোলাই হয়েছিল টাইগার বাহিনী। এবার তাই বাংলোদেশের সামনেও প্রতিশোধ নেবার সুযোগ। 



আরো পড়ুন