১২ জানুয়ারী ২০২৫, রবিবার



নায়িকারা কেন দুবাই যান, জানালেন তানহা

বিনোদন ডেস্ক || ০৪ নভেম্বর, ২০২৪, ০৪:১১ পিএম
নায়িকারা কেন দুবাই যান, জানালেন তানহা


তারকাদের দুবাই ভ্রমণ নিয়ে রয়েছে নানা জল্পনা-কল্পনা। সেই সাথে রয়েছে সমালোচনাও। এ বিষয়ে সম্প্রতি মুখ খুলেছেন মডেল ও অভিনেত্রী তানহা তাসনিয়া।

একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের মতামত জানান তানহা। তিনি বলেন, মিডিয়াতে যারা কাজ করে আর মিডিয়ার বাইরে যারা কাজ করে তাদের সবারই পছন্দের তালিকায় রয়েছে দুবাই। সাংবাদিক থেকে শুরু করে প্রযোজক, পরিচালকরাও যাচ্ছেন দুবাই। কিন্তু নায়িকারা দুবাই গেলেই তা বাঁকা চোখে দেখে বেশিরভাগ মানুষই।

তানহা আরও বলেন, দুবাই যাওয়ার বিষয়ে নানা ধরনের কারণ থাকতে পারে। তবে আমার কারণটা আমি বলতে পারি। দুবাই যাওয়ার মূল সিক্রেটটাই হচ্ছে ভিসা।

দুবাইয়ের ভিসা প্রসঙ্গে তিনি বলেন, যে কাউকেই দুবাই সহজে ভিসা দিয়ে দেয়। ওই দেশেই সবাই ভ্রমণ করতে পছন্দ করে। তাছাড়া দুবাইয়ে দেখার মতো অনেক জিনিস রয়েছে। সেখানে এমন কোনো জিনিস নেই, যা পাওয়া যায় না।

এসময় আফসোস করে তানহা বলেন, শুটিং করতে গিয়ে অনেক সময় এক ঘেয়েমি মনে হয়। তাই অনেকে মন ভালো করতে ঘুরে আসে দুবাই। এখন মানুষ বাজেভাবে এটা কেন প্রচার করে আমি জানি না। কারণ আমার মনে প্রায়ই প্রশ্ন জাগে, দুবাইয়ে এমন কী আছে, যেটা শুধু ওই দেশেই করা যায়, এ দেশে করা যায় না?

প্রসঙ্গত, আপাতত চলচ্চিত্রে কাজ করছেন না তানহা। তবে হাতে রয়েছে দুটি অনুদানের সিনেমা। নিয়মিত কাজ করছেন নাটকে। সামনে আরও ভালো ভালো নাটকে কাজ করতে চান জনপ্রিয় এ অভিনেত্রী।




আরো পড়ুন