২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



সূচক হারালো আরও ৬৬ পয়েন্ট, ২৪৬ কোম্পানির দরপতন

ঢাকা বিজনেস ডেস্ক || ২৮ অক্টোবর, ২০২৪, ০৩:১০ পিএম
সূচক হারালো আরও ৬৬ পয়েন্ট, ২৪৬ কোম্পানির দরপতন


দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজও মূল্যসূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। কমেছে ২৪৬ কোম্পানির শেয়ারদর। তবে গতদিনের তুলনায় কিছুটা বেড়েছে লেনদেনের পরিমাণ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (২৮ অক্টোবর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬৬ দশমিক ৮৬ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৮৯৮ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২০ দশমিক ২৭ পয়েন্ট কমে ১ হাজার ৮৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২৫ দশমিক ১০ পয়েন্ট কমে ১ হাজার ৮০৫ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৩৫৭ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩০৩ কোটি ৮০ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০৫টি কোম্পানির, বিপরীতে ২৪৬ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।



আরো পড়ুন