চট্টগ্রামের কর্ণফুলী নদীর ডলফিন জেটিতে ‘বাংলার জ্যোতি’ নামে একটি তেলবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কার্যালয়ের মোবিলাইজিং অফিসার কফিল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
কফিল উদ্দিন বলেন, ১১টায় আগুন লাগে। প্রথমে ফায়ার সার্ভিসের দুটি টিম আগুন নেভাতে আসে। কিন্তু আগুনের ভয়াবহতা বৃদ্ধি পাওয়ায় আরও ৬টি টিম যুক্ত করা হয়েছে। বর্তমানে ৮টি টিম কাজ করছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি। পরে জানানো হবে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত সকাল সাড়ে ১১টায়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি।