২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



আবারও বাড়লো বিদ্যুতের দাম, কাল থেকে কার্যকর

স্টাফ রিপোর্টার || ৩১ জানুয়ারী, ২০২৩, ১০:০১ এএম
আবারও বাড়লো বিদ্যুতের দাম, কাল থেকে কার্যকর


সরকারের নির্বাহী আদেশে আবারও বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়ে সোমবার (৩০ জানুয়ারি) এই সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। এ দাম আগামীকাল (১ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে। 

প্রতি ইউনিটে গড়ে দাম বাড়ানো হয়েছে ৫ শতাংশ। গত ১৪ বছরে এ নিয়ে ১১তমবারের মতো গ্রাহক পর্যায়ে বাড়লো বিদ্যুতের দাম। 

এর আগে,  ২০২২ সালের নভেম্বরে পাইকারি পর্যায়ে ১৯ দশমিক ৯২ শতাংশ বিদ্যুতের দাম বাড়ায় বিদ্যুৎ ও জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।  এটি ডিসেম্বর থেকে কার্যকর করা হয়। ১৪ বছরে এটি ছিল দশম দফায় পাইকারি মূল্যবৃদ্ধি। এরপর ডিসেম্বর থেকেই খুচরা দাম বাড়াতে বিইআরসির কাছে আবেদন করে ছয়টি বিদ্যুৎ বিতরণ সংস্থা।  চলতি বছরের ৮ জানুয়ারি এসব আবেদন নিয়ে শুনানি করে বিইআরসি। ১৫ জানুয়ারির মধ্যে শুনানি-পরবর্তী  অভিমত জানাতে বলা হয়। এরপর নতুন দাম ঘোষণা করার কথা জানায় বিইআরসির। তার আগেই সরকারের নির্বাহী আদেশে দাম বাড়ানো হলো।

ঢাকা বিজনেস/এইচ 



আরো পড়ুন