সেপ্টেম্বরে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচের জন্য চমক রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শুক্রবার (২৩ আগস্ট) দল ঘোষণা করেন সেলেসাওদের কোচ দরিভাল জুনিয়র।
ঘোষিত স্কোয়াডে বড় চমক প্রথমবারের মতো ব্রাজিলের দলে ডাক পেয়েছেন এস্তেভো উইলিয়ান। এই ফুটবলারকে নিয়ে সমর্থকদের প্রত্যাশা অনেক বেশি। ঐতিহ্যবাহী হলুদ জার্সিতে অভিষেকের অপেক্ষায় থাকা ১৭ বছর বয়সী আক্রমণভাগের ফুটবলারকে তাকে নেইমারের সঙ্গে তুলনা করেন। আবার অনেকের চোখে তিনি মেসিনিও বা ছোট মেসি।
গত বছরের ডিসেম্বরে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের মূল দলে অভিষেক হয় এস্তেভোর। এখন পর্যন্ত দলটির হয়ে ২১ ম্যাচে তার গোল ৫টি। তবে পরিসংখ্যান আহামরি না হলেও নিজের প্রতিভা ও সামর্থ্য দিয়ে ইতোমধ্যেই নজর কেড়েছেন তিনি।
চলতি বছর দলবদলে তাকে পেতে হুমড়ি খেয়ে পড়ে বায়ার্ন মিউনিখ, পিএসজি, বার্সেলোনা, ম্যানচেস্টার সিটির মত ক্লাবগুলো। তবে সবাইকে পেছনে পেলে তার সঙ্গে জুনে তার সঙ্গে চুক্তি করে চেলসি। তবে ১৮ বছর পূর্ণ না হওয়ায় এখনই দলটিতে যোগ দিতে পারছেন না তিনি। আগামী বছরের জুলাইয়ে ইংলিশ ক্লাবটির জার্সিতে অভিষেক হওয়ার কথা তার।
এস্তেভার মতো প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী লুইজ হেনরিক। ফলে বাদ পড়েছেন বার্সেলোনা তারকা রাফিনহা। এ ছাড়া আর্সেনালের ফরোয়ার্ড গাব্রিয়েল মার্তিনেল্লির জায়গা হয়নি জাতীয় দলে। দলে নেই তারকা ফুটবলার নেইমার জুনিয়র।
আগামী ৬ সেপ্টেম্বর ঘরের মাঠে ইকুয়েডরের মুখোমুখি হবে ব্রাজিল। এর চার দিন পর খেলবে তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে।
বিশ্বকাপ বাছাইয়ে দুই ম্যাচের ব্রাজিল দল
গোলরক্ষক
অ্যালিসন (লিভারপুল), বেন্তো (আল নাসর), এদারসন (ম্যানসিটি)
রক্ষণভাগ
দানিলো (জুভেন্তাস), ইয়ান কুতো (বরুসিয়া ডর্টমুন্ড), গিলহার্ম আরানা (অ্যাথলেটিকো মিনেইরো), ওয়েন্ডেল (পোর্তো), বেরাল্ডো, মার্কুইনহস (পিএসজি), এদার মিলিতাও (রিয়াল মাদ্রিদ), গ্যাব্রিয়েল মাগালহেস (আর্সেনাল)
মধ্যমাঠ
আন্দ্রে (ফ্লুমিনেন্স), ব্রুনো গুইমারাস (নিউক্যাসল), গারসন (ফ্লামেঙ্গো), জোয়াও গোমেজ (ওলভারহ্যাম্পটন), লুকাস প্যাকুয়েতা (ওয়েস্ট হাম)
আক্রমণভাগ
রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), এনদ্রিক (রিয়াল মাদ্রিদ) ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), এস্তেভাও (পালমেইরাস), লুইজ হেনরিক (বোতাফোগো), পেদ্রো (ফ্লামেঙ্গো), সাভিনহো (ম্যান সিটি)।