২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



বিসিবির নতুন সভাপতি কে এই ফারুক আহমেদ

ক্রীড়া ডেস্ক || ২১ আগস্ট, ২০২৪, ০৯:৩৮ এএম
বিসিবির নতুন সভাপতি কে এই ফারুক আহমেদ


নাজমুল হাসান পাপনের পদত্যাগের মধ্যদিয়ে এক যুগ পর ফাঁকা হয়ে যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির চেয়ারটি। তবে চেয়ারটি বেশিক্ষণ ফাঁকা থাকেনি, পদত্যাগের কিছুক্ষণ পরই নতুন সভাপতি হিসেবে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদের নাম ঘোষণা করা হয়েছে।

১৯৮৮ সালের ২৯ অক্টোবর এশিয়া কাপ টুর্নামন্টে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচে তার অভিষেক ঘটে। একই দিন অভিষেক হয় ওয়াহিদুল গণি ও আকরাম খানেরও। মূলত ডানহাতি টপ অর্ডার ব্যাটার ছিলেন ফারুক আহমেদ। ছিলেন ডানহাতি অফব্রেক বোলারও। ১৯৯০ সালে চন্ডিগড়ে তিনি ক্যারিয়ার সর্বোচ্চ ৫৭ রান করেন ভারতের বিরুদ্ধে। এ খেলায় তৃতীয় উইকেট জুটিতে আতহার আলী খানের সঙ্গে ১০৮ রান করেন।

ঘরোয়া ক্রিকেটে অধিনায়ক হিসেবে সফল ছিলেন ফারুক আহমেদ। সেই ধারাবাহিকতায় ১৯৯৩-৯৪ সালে জাতীয় দলের অধিনায়ক নির্বাচিত করা হয় তাকে। তিনি ১৯৯৯ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের সদস্য ছিলেন। জাতীয় দলের ক্যারিয়ারের সবশেষ ম্যাচ খেলেন তিনি ১৯৯৯ সালের ২৭ মে অস্ট্রেলিয়ার বিপক্ষে। বাংলাদেশের জার্সি গায়ে ৭টি ওয়ানডে ম্যাচ খেলে ১০৫ রান করেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে তিনি ২১ ম্যাচ থেকে সংগ্রহ করেন ৪৩৭ রান। 

নবনির্বাচিত সভাপতি ফারুক আহমেদ খেলোয়াড় জীবন শেষে ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেন। এই সময়ে তিনি সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবালদের মতো কিছু তরুণের মধ্যে অসীম সম্ভাবনা দেখে তাদের জায়গা করে দেন জাতীয় দলে। যখন তিনি দায়িত্ব ছাড়েন তখন তামিম-মুশফিক-মাহমুদউল্লাহ-সাকিবরা হয়ে উঠছেন দলের ভরসা।



আরো পড়ুন