২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার



অব্যাহত থাকবে দাবদাহ, গরমে বাড়তে পারে অস্বস্তি

ঢাকা বিজনেস ডেস্ক || ১৮ মে, ২০২৪, ০৫:৩৫ এএম
অব্যাহত থাকবে দাবদাহ, গরমে বাড়তে পারে অস্বস্তি


ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চলসহ রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে চলমান দাপদাহ  ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এই সময়ে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। শুক্রবার (১৭ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার হিট অ্যালার্টে এই তথ্য জানানো হয়েছে।

এদিকে আরেক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগসহ মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর ও ফেনী জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের দাবদাহ বয়ে যাচ্ছে। এই  দাবদাহ অব্যাহত থাকতে পারে।

দেশের পূর্বাংশে দিনের তাপমাত্রা সামান্য কমে আসতে পারে এবং অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে সারাদেশে প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা।

বিজ্ঞতিতে আরও জানানো হয়েছে, শনিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।



আরো পড়ুন