পঞ্চম টি-টোয়েন্টিতে ভারতের কাছে ২১ রানে হেরে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশের নারী ক্রিকেট দল।
বৃহস্পতিবার (৯ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর। দয়ালন হেমলতা ২৮ বলে ৩৭ রান ও স্মৃতি মান্ধানা করেন ২৫ বলে ৩৩ রান। বাংলাদেশের পক্ষে রাবেয়া খান ও নাহিদা আক্তার নেন ২টি করে উইকেট।
১৫৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভারতের বোলারদের সামনে ধুঁকতে থাকে টাইগ্রেস ব্যাটাররা। দলীয় ৫২ রানের মধ্যে পাঁচ ব্যাটারকে হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।
এরপর শরিফা খাতুনকে সঙ্গে নিয়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন রিতু মনি। ৫৭ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ১০৯ রানে ৩৩ বলে ৩৭ রান করে আউট হন রিতু।
রিতুর বিদায়ের পর ক্রিজে আসা রাবেয়া খাতুনকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যান শরিফা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করতে সক্ষম হয় বাংলাদেশ। ২১ বলে ২৮ রানে অপরাজিত থাকেন শরিফা। ভারতের পক্ষে রাধা যাদব নেন ৩টি উইকেট।