কদিন আগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর দ্বিতীয় লেগে ১২০ মিনিট খেলার পর টাইব্রেকারে জিতেছিল রিয়াল মাদ্রিদ। লম্বা সময় ধরে খেলার ক্লান্তি যেন চেপে বসেছিল তাদের খেলোয়াড়দের ওপর। প্রতিপক্ষের এমন দুর্বলতার সুযোগটা বেশ ভালভাবেই কাজে লাগায় ভিয়ারিয়াল। ম্যাচের শুরুতেই মাদ্রিদের ক্লাবটির জাল কাঁপায় তারা। তবে জোড়া গোল করে বর্তমান চ্যাম্পিয়নদের পূর্ণ তিন পয়েন্ট এনে দিলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে।
গতকাল শনিবার (১৫ মার্চ) ভিয়ারিয়ালের মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফেরে মাদ্রিদের দলটি। এই জয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষেও উঠে এসেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। যদিও ৩ পয়েন্টে পিছিয়ে থাকা বার্সেলোনা তাদের চেয়ে ২ ম্যাচ কম খেলেছে।
রোববার (১৬ মার্চ) শীর্ষস্থান দখল করতে বার্সা খেলবে তিন নম্বরে থাকা আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। ২৮ ম্যাচে ৬০ পয়েন্ট রিয়ালের। বার্সা ২৬ ম্যাচ খেলে ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে। আতলেতিকো ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে।
গত বুধবার পেনাল্টি শুট আউটে নগর প্রতিদ্বন্দ্বীকে হারানোর ৭২ ঘণ্টার ভেতরে আরেকটি ম্যাচ খেলতে নামায় অসন্তোষ ছিল রিয়ালের। তাই মাদ্রিদ ক্লাবটি শুরুর একাদশে ভিনিসিয়ুস জুনিয়রকেও বেঞ্চে রেখেছিলেন। এসব কিছুর প্রভাব বেশ পড়েছিল রিয়ালের ওপর। বল দখলে এগিয়ে থাকলেও অন্য সকল বিবেচনায় পিছিয়ে ছিল লস ব্লাঙ্কোসরা। বিপরীতে ম্যাচজুড়ে শট, কর্নার ও আক্রমণে এগিয়ে থাকা ভিয়ারিয়াল শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়ে।
এস্তাদিও দে লা সিরামিকাতে অনুষ্ঠিত ম্যাচটিতে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিক ভিয়ারিয়াল। ম্যাচের প্রথম উল্লেখযোগ্য সুযোগটি তারা পায় পঞ্চম মিনিটে, তবে আয়োসে পেরেসের শট ঠেকিয়ে দেন থিবো কোর্তোয়া। দুই মিনিট পর পেরেসের আরেকটি শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন কোর্তোয়া। কিন্তু কর্নার থেকে হুয়ান ফয়েথ কঠিন অবস্থান থেকে বাঁ পায়ে বল জালে পাঠান, এবং ভিয়ারিয়াল ১-০ ব্যবধানে এগিয়ে যায়।
গোল খেয়ে রিয়াল আরও তৎপর হয়ে ওঠে, এবং ১৭ মিনিট পর এমবাপে সমতা ফিরিয়ে আনেন। ব্রাহিম দিয়াজের শট ডিয়েগো কন্দে সেভ করলেও ফিরতি শটে গোল করেন ফরাসি তারকা। এর ছয় মিনিট পরই এমবাপে তার দ্বিতীয় গোল করেন। লুকাস ভাসকেজের কাটব্যাক থেকে ডান পা দিয়ে লক্ষ্যভেদ করেন তিনি, এবং রিয়াল ২-১ গোলে এগিয়ে যায়। এটি ছিল চলতি মৌসুমে তার ২০তম লিগ গোল। তিনি এখন বার্সেলোনার রবার্ট লেভানডোভস্কির চেয়ে এক গোল পিছিয়ে রয়েছেন।
এগিয়ে গিয়ে রিয়াল প্রথমার্ধের বাকি সময়ে ভিয়ারিয়ালের ওপর চাপ তৈরি করেন। কোর্তোয়া দারুণভাবে নিকোলাস পেপেকে রুখে দেন। বিরতির পর ভিয়ারিয়াল কোচ মার্সেলিনো গার্সিয়া তোরাল পেপের পরিবর্তে থিয়েরনো ব্যারিকে নামান। তাতে স্বাগতিকদের খেলায় একটু ছন্দ ফেরে। কিন্তু ২০১৭ সালের পর থেকে রিয়ালের বিপক্ষে ঘরের মাঠে লিগ ম্যাচে হার এড়াতে পারেনি ভিয়ারিয়াল।
ফয়েথ দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরাতে পারতেন। কিন্তু তার ভলি বারের ওপর দিয়ে যায়। এভাবে একের পর এক আক্রমণ সামলাতে ব্যস্ত রিয়ালের ক্লান্তি কাটাতে ভিনিসিয়ুস, লুকা মদ্রিচ ও অ্যান্টোনিও রুডিগারকে নামান আনচেলত্তি।
তাদের কারণে ম্যাচের নিয়ন্ত্রণ কিছুটা হাতে নিয়েছিল ক্লাবটি। এরপর গতি বাড়লেও আর কোনো পক্ষই গোল করতে পারেনি।