১৪ মার্চ ২০২৫, শুক্রবার



৯ গোল জালে জড়িয়ে শেষ আটে আর্সেনাল

ক্রীড়া ডেস্ক || ১৩ মার্চ, ২০২৫, ০৫:০৩ এএম
৯ গোল জালে জড়িয়ে শেষ আটে আর্সেনাল


প্রথম লেগ শেষে আর্সেনালের দ্বিতীয় লেগে না যাওয়া অসম্ভবই ছিল, পিএসভির মাঠে ৭ গোল করেছিল তারা, হজম করেছিল মাত্র একটি। আজ একটি বেশি গোল হজম করেছে মিকেল আর্টেটার শিষ্যরা, দিয়েছেও ২টিই। দুই লেগ মিলিয়ে ৯-৩ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে গেল তারা।

চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে এটাই আর্সেনালের সবচেয়ে বেশি গোলের নজির এবং ইংলিশ ক্লাব হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ। ২০১৯ সালে ম্যানচেস্টার সিটি শালকের বিপক্ষে জিতেছিল ১০-২ গোলে।

আজ এমেরিটসে ৬ মিনিটেই গোলের খাতা খুলে আর্সেনাল। আলেকাজান্ডার জিনশেঙ্কোর বক্সের বাইরে থেকে নেওয়া শট ফেরাতে পারেননি পিএসভি গোলরক্ষক। সেই গোল শোধ করতে সফরকারী দল সময় নেয় ১২ মিনিট। ইভান পেরিসিচ ডেভিড রায়ার মাথার উপর দিয়ে জাল খুঁজে নেন।

৩৭ মিনিটে রহিম স্টার্লিংয়ের তুলে মারা বলে হেড করে আর্সেনালকে ফের লিড এনে দেন ডেকলাইন রিস। রায়া লাফালেও বলের নাগাল পাননি। প্রথমার্ধ শেষে লিড ধরে রেখেই বিরতিতে যায় স্বাগতিক দল। পিএসভি আরেকটি গোল করে ম্যাচের ৭০ মিনিটে। এটাই ছিল ম্যাচের শেষ গোল, তাতে নিশ্চিত হয় আর্সেনালের শেষ আট।



আরো পড়ুন