২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



অর্থনীতি
প্রিন্ট

প্রথম কার্যদিবসে বেড়েছে অধিকাংশ শেয়ারের দর

ঢাকা বিজনেস ডেস্ক || ০৫ মে, ২০২৪, ০৯:৩৫ এএম
প্রথম কার্যদিবসে বেড়েছে অধিকাংশ শেয়ারের দর


দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে বেড়েছে শেয়ারের দর । এদিন লেনদেনে অংশ নেওয়া ৪০১ প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ২৫৯টির শেয়ার দর । এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। রোববার (৫ মে)  ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে ফার ইস্ট নিটিংয়ের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে ফার ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৯১ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা গ্লোবাল হেভি কেমিক্যালসের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৯১ শতাংশ।

রোববার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড, প্রাইম ইন্স্যুরেন্স, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ওআইমেক্ম ইলেকট্রোডস, সাইফ পাওয়ারটেক, এস. আলম কোল্ড রোল্ড স্টিলস, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি।



আরো পড়ুন