আগামী ১২ মার্চ ঢাকায় আসছে টিম আয়ারল্যান্ড। সোমবার (২৩ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ডাচরা বাংলাদেশে এসে ১৫ মার্চ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। সফরে স্বাগতিকদের বিপক্ষে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে আয়ারল্যান্ড। এরপর খেলবে একমাত্র টেস্ট সিরিজ। এর মধ্যে টেস্ট ম্যাচটিই হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। বাকিগুলো হবে সিলেট ও চট্টগ্রামের ভেন্যুতে।
ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে মূল লড়াই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে আগামী ১৮ মার্চ। পরের দুই ম্যাচ ২০ ও ২৩ মার্চ। চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ২৭ মার্চ। পরের দুই ম্যাচ ২৯ ও ৩১ মার্চ।
একমাত্র টেস্ট মিরপুরে ৪ এপ্রিল থেকে। আয়ারল্যান্ডের বিপক্ষে এই প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ।
চলমান বিপিএল শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত হয়ে পড়বে বাংলাদেশ ক্রিকেট দল। একে একে খেলবে ইংল্যান্ড-আয়ারল্যান্ডের বিপক্ষে। দুটো দলকেই ঘরের মাঠে স্বাগত জানাবে লাল সবুজের দল।
এর মধ্যে শুরুতে খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। যেটি শেষ হবে আগামী ১৪ মার্চ। এরপর লড়বে আইরিশদের বিপক্ষে।
ঢাকা বিজনেস/এইচ