২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



ঈদে হিলি সীমান্তে দর্শনার্থীর ভিড়

আনোয়ার হোসেন বুলু, দিনাজপুর || ১১ এপ্রিল, ২০২৪, ১০:৩৪ এএম
ঈদে হিলি সীমান্তে দর্শনার্থীর ভিড়


দিনাজপুরের হিলি সীমান্তে  ঈদের দিনে (১১ এপ্রিল) দর্শনার্থীর ভিড় বেড়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোটরসাইকেল, সিএনজি, মাইক্রোবাস নিয়ে তারা আসছেন হিলিতে। কেউ ঘুরে দেখছেন সীমান্তের জিরো পয়েন্ট, কেউবা ঘুরে দেখছেন হিলি রেলস্টেশনসহ বিভিন্ন এলাকা।  

বৃহস্পতিবার ( ১১ এপ্রিল) হিলি ঘুরতে এসেছেন  বগুড়া মো. শরিফুল ইসলাম। তিনি বলেন, ‘আমি একটি বেসরকারি সংস্থায় চাকরি করি। এমনিতে তো আর ঘোরার সুযোগ মেলে না। তাই এবার ঈদের ছুটিতে সিএনজিচালিত অটোতে পরিবার নিয়ে এসেছি হিলি সীমান্ত দেখতে। সারাদিন ঘুরে বিকেলে আবার বাড়ির উদ্দেশে রওনা দেবো।’ 

গাইবান্ধা থেকে মাইক্রোবাস নিয়ে এসেছেন মো. দবিরুল ইসলাম। সঙ্গে মা-বাবাসহ স্ত্রী সন্তান এনেছেন। তিনি বলেন, ‘অনেকদিন ধরেই হিলিতে আসার ইচ্ছে ছিল। কিন্তু সময় সুযোগ না পাওয়ায় আসা হচ্ছিল না। তাই এবার ঈদের ছুটিতে পরিবারের সবাইকে নিয়ে হিলি দেখতে এসেছি।’

দবিরুল ইসলাম আরও বলেন, ‘ইচ্ছে ছিল কিছু কেনাকাটা করার। কিন্তু বাজারে গিয়ে দেখি প্রায় সব দোকানপাট বন্ধ। শুনলাম বিকেলে নাকি খুলবে। তাই বিকেল পর্যন্ত অপেক্ষা করবো। তারপর হয়তো কিছু কেনাকাটা করে বাড়ি ফিরে যাবো।’

স্থানীয় বাসিন্দা মো. আব্দুস সাত্তার ঢাকা বিজনসকে বলেন, ‘প্রতিবছর দু’টি ঈদে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা হিলিতে ঘুরতে আসেন। সারাদিন ঘুরে সন্ধ্যার আগে আবার নিজ নিজ গন্তব্যে ফিরে যান।’

আব্দুস সাত্তার আরও বলেন, ‘ঈদ ছাড়াও দুর্গাপূজার সময়ও সনাতন ধর্মাম্বলীরা হিলিতে ঘুরতে আসেন। অনেকে আসেন ভারতের সীমান্ত দেখতে।’ 

/ঢাকা বিজনেস/এনই/



আরো পড়ুন