চাঁপাইনবাবগঞ্জের রানীহাটিতে ফেনসিডিলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শনিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে জেলার রানীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর হাট থেকে তাকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃত হলেন রানীহাটি ইউনিয়নের বেহারাপাড়া গ্রাম গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে বেনজির আহম্মেদ (৩২)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ক-সার্কেলের পরিদর্শক মো. ইলিয়াস হোসেন তালুকদারের নেতৃত্বে থাকা দল অভিযানটি পরিচালনা করে। অভিযানে ৩২ বোতল ফেনসিডিলসহ বেনজিরকে আটক করা হয়। জব্দকৃত আলামতের মূল্য ৮০ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে।