২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক || ০৬ মার্চ, ২০২৪, ১২:৩৩ পিএম
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ


গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে কোনো টি-টোয়েন্টি সিরিজেই হারেনি বাংলাদেশ দল। 'অপরাজিত' তকমা ধরে রাখতে এবার অবশ্য কঠিন চ্যালেঞ্জ টাইগারদের সামনে। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৩ রানে হেরেছে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে আজ সিলেটে জয়ের বিকল্প নেই নাজমুল হোসেন শান্তর দলের সামনে।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিংস্বর্গে টস জিতেও বাংলাদেশ আগে ফিল্ডিং করেছিল 'ডিউ ফ্যাক্টর' মাথায় রেখে। বুধবার (৬ মার্চ) সিরিজে টিকে থাকার ম্যাচেও টস জিতেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচেও শ্রীলঙ্কাকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

আগের ম্যাচে শিশির খুব বেশি প্রভাব ফেলতে না পারলেও এই ম্যাচেও এই প্রভাবকের কথা মাথায় রেখে পরে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ফিল্ডিংয়ে বাংলাদেশ নামছে অপরিবর্তিত দলও নিয়েই। তবে শ্রীলঙ্কা দলে আছে একটি পরিবর্তন। স্পিনার আকিলা ধনাঞ্জয়ার জায়গায় দলে এসেছেন পেসার দিলশান মাদুশঙ্কা। 

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন ও জাকের আলী।

শ্রীলঙ্কা একাদশ

আভিস্কা ফার্নান্ডো, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, মাহিশ থিকশানা, দিলশান মাদুশঙ্কা, বিনুরা ফার্নান্ডো ও মাতিশা পাথিরানা।



আরো পড়ুন