২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



সচল হলো ফেসবুক-মেসেঞ্জার

ঢাকা বিজনেস ডেস্ক || ০৫ মার্চ, ২০২৪, ০৫:৩৩ পিএম
সচল হলো ফেসবুক-মেসেঞ্জার


প্রায়  ১ ঘণ্টা ২২ মিনিট পর সচল হলো ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার। বাংলাদেশ সময়  মঙ্গলবার (৫ মার্চ) রাত ১০ টা ২২ মিনিটে সচল হয়। এর আগে রাত ৯টার পর থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারে লগ–ইন করা যায়নি। ফেসবুকে লগ–ইন করা অবস্থায় যে-সব আইডি ছিল, সেগুলোও লগ–আউট হয়ে যায়। 

বিশ্বজুড়ে ওয়েবসাইটের ত্রুটি পর্যবেক্ষণকারী ডাউনডিটেক্টর জানায়, বাংলাদেশ সময় রাত ৯টা থেকে বিশ্বজুড়ে ফেসবুক ব্যবহারকারীরা সমস্যায় পড়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানায়, বিশ্বজুড়ে ফেসবুক ও ইনস্টাগ্রামে সমস্যা দেখা দিয়েছে। বিশ্বের কোথাও কেউ ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রবেশ করতে পারেনি। এই দুটি মাধ্যমের ওয়েবসাইট  ও অ্যাপস উভয়ই অকার্যকর হয়ে পড়েছিল।




আরো পড়ুন