২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



একবছর কারাভোগ শেষে ভারতে ফিরলেন দিদারুল

দিনাজপুর প্রতিনিধি || ২৪ ফেব্রুয়ারী, ২০২৪, ১২:৩২ পিএম
একবছর কারাভোগ শেষে ভারতে ফিরলেন দিদারুল


মাদক মামলায় বাংলাদেশে গ্রেপ্তার হয়ে ১ বছর কারাভোগ শেষে দিদারুল নামের এক ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। হিলি ইমিগ্রেশন ওসি শেখ আশরাফুল বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩ টারদিকে হিলি সীমান্তের চেকপোস্ট গেট দিয়ে তাকে ভারতের হিলি ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন বাংলাদেশের হিলি ইমিগ্রেশন পুলিশ। দেশে ফিরে যাওয়া ওই ভারতীয় নাগরিকের নাম দিদারুল ইসলাম (২৬)। তিনি ভারতের দক্ষিণ দিনাজপুরের হিলি থানার

খারুন গ্রামের শামসুল আলমের ছেলে। এসময় সেখানে বিজিবি ও বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের হিলি ইমিগ্রেশন ওসি শেখ আশরাফুল ঢাকা বিজনেসকে বলেন, ‘ভারতীয় নাগরিক দিদারুল গত ২০২২ সালের আগস্ট মাসে দিনাজপুরের বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। এসময় বিজিবি সদস্যরা তাকে মাদকসহ আটক করেন।’

ওসি বলেন, ‘এই ঘটনায় বিজিবি বাদী হয়ে তার বিরুদ্ধে বিরামপুর থানায় মাদক মামলা দায়ের করলে পুলিশ তাকে দিনাজপুর জেল হাজতে পাঠান। মামলার সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত অনুপ্রবেশ দায়ে একবছর ও মাদক মামলায় একবছর সাজা দেন। একইসঙ্গে দুই মামলার সাজা চলায় একবছরে তার সাজার মেয়াদ শেষ হওয়ায় আইনি প্রক্রিয়া শেষে আজ তাকে দেশে ফেরত পাঠানো হয়।’

ঢাকা বিজনেস/বুলু/এনই/



আরো পড়ুন