অনুশীলন মাঠে ক্রিকেট বলের আঘাতে মারাত্মক আঘাত পেয়েছেন জাতীয় দলের পেস বোলার মোস্তাফিজুর রহমান। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তার আহতের খবরে ক্রিকেটপ্রেমীরা উদ্বিগ্ন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, তার আঘাত গুরুতর নয়। ক্ষতস্থানে সেলাই দেওয়া হয়েছে। দলের ফিজিওর অধীনে আছেন তিনি।
চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে অনুশীলন ছিল বিপিএল-এর দল কুমিল্লা ভিক্টোরিয়ানসের। দলের প্রধান পেস বোলার মোস্তাফিজ। যাকে ফিজ নামেও ডাকা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনুশীলনে একটি বল করে মোস্তাফিজ ফিরে যাচ্ছিলেন নিজের বোলিং মার্কে। সে সময় কুমিল্লার প্রধান কোচ সালাউদ্দিন তাকে ডাকেন। কোচের ডাকে সাড়া দিয়ে মাথা ঘুরিয়ে হাঁটতে শুরু করেন। সে সময় অন্য নেটে ব্যাট করছিলেন থেকে ওয়েস্ট ইন্ডিজ তারকা ম্যাথিউ ফোর্ড। ফোর্ডের একটি বল সরাসরি আঘাত হানে মোস্তাফিজের মাথার পেছনের দিকে। বলের আঘাতে মাথা থেকে রক্ত বের হতে দেখা যায়। সঙ্গে সঙ্গেই মাঠে লুটিয়ে পড়েন জাতীয় দলের এই বাঁ-হাতি কাটার মাস্টার। উপস্থিত চিকিৎসকরা দ্রুত তাকে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর অ্যাম্বুলেন্সে করে তাকে চট্টগ্রাম শহরের ইমপেরিয়াল হাসপাতালে নেওয়া হয়।
কুমিল্লা ভিক্টোরিয়ানস দলের ফিজিও জাহিদুল ইসলাম জানান, হাসপাতালে স্ক্যান করার পর দেখা গেছে চোট লেগেছে মাথার বাইরের অংশে। ভেতরে কোনো ধরনের ক্ষতি হয়নি। হাসপাতালের সার্জিক্যাল টিম ক্ষতস্থানে সেলাই করে দিয়েছে। ফিজ এখন পর্যবেক্ষণে আছেন।
বিপিএলে আজ রবিবার কোনো খেলা নেই। তবে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হওয়ার আগে সকালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করতে গিয়েছিল কুমিল্লা। সেখানেই নেটে বল করছিলেন মোস্তাফিজ।