স্টক এক্সচেঞ্জ ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম (ইএসএস)-এর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে প্রো-রাটা ভিত্তিতে সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর শেয়ার বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) রাজধানীর নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) টাওয়ারের লিস্টিং হলরুমে শেয়ার বরাদ্দ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ডিএসই-এর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খাইরুল বাশঅর আবু তাহের মোহাম্মদ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের উপ মহাব্যবস্থাপক হাসনাইন বারী, সিকদার ইন্স্যুরেন্স-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এস.কে.আব্দুর রউফ, সিএফও মোঃ মাইন উদ্দিন, কোম্পানি সচিব আবদুর রাজ্জাকসহ প্রতিষ্ঠানসমূহের উর্ধ্বতন কর্মকর্তারা।
পরবর্তী সময়ে ডিএসই’র এমআইএস ও ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার মো. আবদুল কাদের খন্দকার প্রো-রাটা ভিত্তিতে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেন। কোম্পানিটির বিনিয়োগকারীদের জন্য মোট ১৬ কোটি টাকার বিপরীতে ২৭২ কোটি ৯৭ লাখ ৮০ হাজার টাকার আবেদন জমা পড়ে, যা প্রতিটি শেয়ারের বিপরীতে ১৭ দশমিক ০৬ গুন বেশি। প্রতি ১০ হাজার টাকা আবেদনের বিপরীতে নিবাসী বাংলাদেশি বিনিয়োগকারীরা ৪২টি শেয়ার এবং অনিবাসি বাংলাদেশি বিনিয়োগকারীরা ১০৫টি শেয়ার বরাদ্দ পায়।
ঢাকা বিজনেস/তারেক/