সপ্তাহের ব্যবধানে আবারও বাড়লে দিনাজপুরের হিলিতে আলুর দাম। কেজি দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা। গত শুক্রবার (২৯ ডিসেম্বর) সাদা জাতের যে আলু বিক্রি হয়েছে ৪০ টাকা কেজি দরে, ৫ জানুয়ারি সেগুলো বিক্রি হচ্ছে ৪৫ টাকায়। আর ৪৫ টাকার লাল আলু বিক্রি হচ্ছে ৫৫ টাকা কেজি দরে।ভরা মৌসুমে আলুর বাড়তি দামকে ক্রেতারা অযৌক্তিক বলে অভিযোগ তুলেছেন। আর বিক্রেতরা বলছেন, মোকামেই আলু কিনতে বেশি দাম পড়ছে। তাই তারাও বেশি দামে বিক্রি করছেন।
শুক্রবার (৫ জানুয়ারি) হিলি বাজারে আলু কিনতে আসা মো. আতাউর রহমান বলেন, ‘ভরা মৌসুমে আলুর দাম কমছে না। এখন তো ২০ টাকা আলুর কেজি থাকার কথা। কিন্তু ৫০ থেকে ৫৫ টাকা কেজির নিচে আলু মিলছে না।’
আরেক ক্রেতা মো. আব্দুল আজিজ বলেন, ‘গেলো সপ্তাহে আলুর দাম একটু কমেছিল। ভেবেছিলাম ধীরে ধীরে হয়তো আলুর দাম আরও কমবে। কিন্তু আজ বাজারে এসে দেখি কমা দূরের কথা কেজিতে আরও ১০ করে বেড়েছে। গত শুক্রবার প্রতিকেজি লাল জাতের আলু কিনি ৪৫ টাকা কেজি দরে। আর আজ শুক্রবার কিনতে হলো ৫৫ টাকা কেজি দরে।’
তবে আলু বিক্রেতা মো. সিদ্দিক হোসেন ঢাকা বিজনেসকে বলেন, ‘কয়েকদিনের ঘনকুয়াশা আর শীতের কারণে কৃষকেরা মাঠ থেকে আলু তুলতে পারছেন না। তাই মোকামে আলু সরবরাহ কমে গেছে। এ কারণে দাম আবারও কিছুটা বেড়েছে। ’
সিদ্দিক হোসেন আরও বলেন, ‘আমরা মোকাম থেকে সাদা জাতের আলু ৪০ টাকা কেজি দরে কিনে ৪৫ টাকায় বিক্রি করছি। আর লাল জাতের আলু ৫০ টাকা কেজি দরে কিনে ৫৫ টাকা কেজি দরে বিক্রি করছি। এরমধ্যে আছে পরিবহন খরচ, অনেক সময় আলু পচে নষ্ট হয়ে যায়। সবমিলিয়ে কেজিতে গড়ে ২ থেকে ৩ টাকা লাভ থাকে। বাজারে আলুর সরবরাহ বাড়লে দাম হয়তো কমে আসতে পারে।’
/ঢাকা বিজনেস/এনই/