২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তনসহ ২৪ দফা ইশতেহার জাপার

ঢাকা বিজনেস ডেস্ক || ২১ ডিসেম্বর, ২০২৩, ০৯:৪২ এএম
প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তনসহ ২৪ দফা ইশতেহার জাপার


প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তনসহ ২৪ দফা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বনানীতে জাপার চেয়ারম্যানের কার্যালয়ে এই ইশতেহার ঘোষণা করেন দলের মহাসচিব মুজিবুল হক। 

ইশতেহারে জাপা যেসব অঙ্গীকার করেছে, সেগুলো হলো, প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তন, নির্বাচন পদ্ধতির সংস্কার, পূর্ণাঙ্গ উপজেলা ব্যবস্থা প্রবর্তন, সুশাসনের বাংলাদেশ, বিচার বিভাগের স্বাধীনতা ও মামলাজটের অবসান, শিক্ষিত-অশিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, শিক্ষাপদ্ধতির সংশোধন, সন্ত্রাস দমন ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, ইসলামের আদর্শ ও ধর্মীয় মূল্যবোধ, সর্বোচ্চ ভর্তুকি দিয়ে কৃষকের কল্যাণ সাধন, খাদ্যনিরাপত্তা, নদী সংরক্ষণ ও ভাঙনরোধে ব্যবস্থা। 

পাশাপাশি রয়েছে, জ্বালানি ও বিদ্যুৎ খাতে স্থিতিশীলতা, শিল্প ও অর্থনীতির অগ্রগতি সাধন, ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর স্বার্থ সংরক্ষণ, পররাষ্ট্রনীতিতে সবার সঙ্গে বন্ধুত্ব, নারী সমাজের কল্যাণ সাধন, জলবায়ু পরিবর্তন ও নবায়নযোগ্য জ্বালানি, আর্থিক প্রতিষ্ঠান-মুদ্রানীতি-রাজস্বনীতির সংস্কার, গুচ্ছগ্রাম পথকলি ট্রাস্ট পুনঃপ্রতিষ্ঠা, রেশনিং চালু, যোগাযোগ ব্যবস্থার সংস্কার ও অভিবাসন।

/ঢাকা বিজনেস/



আরো পড়ুন