রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় নাশকতা ও হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের পরিচালক (গার্ড) খালেদ মোশাররফ বাদী হয়ে রেলের পক্ষ থেকে এ মামলা দায়ের করেন। কমলাপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ফেরদাউস আহমেদ বিশ্বাস তথ্যটি নিশ্চিত করেন।
ফেরদাউস আহমেদ বলেন,‘অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তবে মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি।’
এর আগে মঙ্গলবার ভোর ৫টার দিকে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে। ট্রেনের একটি বগি থেকেই চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মৃতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন: নাদিরা আক্তার পপি (৩৫) ও তার ছেলে ইয়াসিন (৩)। সঙ্গে ছিল ইয়াসিনের বড় ভাই ফাহিম (৮) ও মামা হাবিবুর। তারা অক্ষত আছে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বলেন, ‘হরতাল সমর্থকরা তেজগাঁও রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জ এক্সেপ্রেসের ৩টি বগিতে আগুন ধরিয়ে দেয়। ভোর ৫টা ৪ মিনিটে আমাদের কাছে এ সংবাদ আসে। আগুন নিয়ন্ত্রণে আমাদের ৩টি ইউনিট পাঠানো হয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর পৌনে ৭টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। একটি বগি থেকে ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।’
ঢাকা বিজনেস/এমএ/