স্বাধীনতা কাপের ফাইনালে মোহামেডানকে হারিয়ে টানা দ্বিতীয় বাররে মতো শিরোপা জিতেছে বসুন্ধরা কিংস। সোমবার (১৮ ডিসেম্বর) ফাইনালে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলের ব্যবধানে হারায় বসুন্ধরা কিংস।
ম্যাচের শুরু থেকে আক্রমণাত্নক ফুটবল খেলতে থাকে বসুন্ধরা। অন্যদিকে কিছুটা কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলতে থাকে মোহামেডান। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। গোলশূন্য থেকে বিরতিতে যায় দু'দল।
তবে বিরতি থেকে ম্যাচের ৪৮ মিনিটে দশজনের দলে পরিণত হয় বসুন্ধরা কিংস। সেই সুবিধা নিয়ে ম্যাচের ৫০ মিনিটে ডেড লক ভাঙে মোহামেডান। তবে এক মিনিটে পরেই গোল করে বসুন্ধরাকে সমতায় ফেরান রাকিব হোসেন।
এরপর ম্যাচের ৮২ মিনিটে গোল করে দলকে লিড নেন দেন ব্রাজিলিয়ান ডরিয়েল্টনে। এরপর গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে মোহামেডান। তবে গোল পেতে ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে শিরোপা উদযাপনে মাতে বসুন্ধরার ফুটবলাররা।
ঢাকা বিজনেস/এমএ/