২১ ডিসেম্বর ২০২৪, শনিবার



বৃষ্টি শেষে মাঠে গড়ালো ম্যাচ, কমলো ২০ ওভার

ক্রীড়া ডেস্ক || ১৭ ডিসেম্বর, ২০২৩, ০৩:৪২ এএম
বৃষ্টি শেষে মাঠে গড়ালো ম্যাচ, কমলো ২০ ওভার


ম্যাচ শুরুর আগেই বৃষ্টি নামায় ম্যাচের ওভার কমেছে এক দফা। ৪৬ ওভার করে হবে ম্যাচের প্রতি ইনিংস। কিন্তু নিউজিল্যান্ডের ইনিংসে আরও এক দফা বৃষ্টি ব্যাঘাত ঘটালে ফের কমে ম্যাচের দৈর্ঘ্য। ৪০ ওভারে নেমে আসে ম্যাচ। এতেই শেষ নয় তৃতীয় দফা  কিউই ইনিংসের ২০তম ওভারে ফের নামে বৃষ্টি বন্ধ হয় খেলা। ফলে কমানো হয় ১০ ওভার। অর্থ্যাৎ ৩০ ওভার করে ব্যাটিং করবে দুই দল।

নতুন প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, একজন বোলার সর্বোচ্চ ৬ ওভার বোলিং করতে পারবেন। যা বাংলাদেশকে ফেলেছে অস্বস্তিতে। দুই পেসার শরিফুল এবং মুস্তাফিজের বাকি আছে ১ ওভার করে। আরেক পেসার হাসান মাহমুদও শেষ করে ফেলেছেন তার কোটার ৬ ওভার। বাকি ওভারগুলো এখন করতে হবে মিরাজ, সৌম্য ও আফিফকে দিয়ে। একজন বোলার কম নিয়ে খেলা টাইগারদের জন্য বুমেরাং হয়ে উঠতে পারে স্লগ ওভারে।

প্রসঙ্গত, রোববার (১৭ ডিসেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ।টসের পরপরই ডানেডিনে বৃষ্টি নামে। তাতে প্রায় ১ ঘন্টা সময় নষ্ট হয়। ফলে ম্যাচের দৈর্ঘ্য কমে নেমে আসে ৪৬ ওভারে। ১৪তম ওভারের সময় দ্বিতীয় দফা বৃষ্টিতে ম্যাচের আরও ৬ ওভার কমে। এরপর নিউজিল্যান্ডের ইনিংসের ২০তম ওভারে ফের বৃষ্টি নামলে আরও এক দফা কমেছে ওভার। আরও ১০ ওভার কমে প্রতি ইনিংস নেমে এসেছে ৩০ ওভারে।

বৃষ্টির পর ব্যাট করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় নিউজিল্যান্ড। ইনিংসের প্রথম ওভারেই কিউই শিবিরে জোড়া আঘাত হানেন শরিফুল ইসলাম। চতুর্থ বলটি রাচিন রবীন্দ্রের ব্যাটের বাইরের দিকের কানায় লেগে মুশফিকের গ্লাভসে জমা পড়ে। বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা এই ওপেনার সাজঘরে ফেরেন ডাক মেরে।

এক বল পর ফের উইকেটের দেখা পান শরিফুল। প্রথম ওভারের শেষ বলে স্লিপে এনামুল হক বিজয়ের হাতে ধরা পড়েন হেনরি নিকোলস। ২ বল খেলে রানের রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন তিনি। প্রথম ওভারেই দুই ব্যাটারকে ফিরিয়ে বাংলাদেশকে স্বপ্নের মতো শুরু এনে দেন শরিফুল।

এরপর অবশ্য হতাশায় কেটেছে বাংলাদেশের সময়। উইল ইয়ং ও টম লাথামের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে কিউইরা। তৃতীয় উইকেটে এই দুই ব্যাটার মিলে এখন পর্যন্ত যোগ করেছেন অবিচ্ছিন্ন ১০৫ রান। কিউইরা যখন ম্যাচে ফেরার চেষ্টায় তখন ডানেডিনে হানা দেয় বৃষ্টি।

১৪তম ওভারের খেলা চলাকালে বৃষ্টিতে খেলা বন্ধ করতে বাধ্য হন আম্পায়ার। মিনিট ত্রিশেক পর আবারও শুরু হয় খেলা। দ্বিতীয় দফা বৃষ্টিতে হারিয়ে গেল আরও ৬ ওভার। ম‍্যাচের দৈর্ঘ‍্য নেমে এলো ৪০ ওভারে।




আরো পড়ুন