২২ নভেম্বর ২০২৪, শুক্রবার



তাহলে জুনেই ঢাকায় আসছে মেসির আর্জেন্টিনা!

ক্রীড়া ডেস্ক || ১৭ জানুয়ারী, ২০২৩, ০৯:০১ পিএম
তাহলে জুনেই ঢাকায় আসছে মেসির আর্জেন্টিনা!


প্রীতি ম্যাচ খেলতে আর্জেন্টিনা ফুটবল দলকে ঢাকায় আমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অবশেষে বাফুফে আর্জেন্টিনার সম্মতি পেয়েছে। আগামী জুনে ফিফা উইন্ডোতে জুনেই ম্যাচ খেলতে ঢাকায় আসছে বিশ্বচ্যাম্পিয়ন দলটি।

এদিকে, আর্জেন্টিনা কোন দেশের বিপক্ষে ম্যাচ খেলবে ঢাকায়, তা এখনো চূড়ান্ত হয়নি। বাফুফে সূত্রে জানা গেছে, আর্জেন্টিনা প্রতিপক্ষ হিসেবে কয়েকটি দেশের নাম প্রস্তাব করবে। সেগুলো নিয়ে কাজ করবে বাফুফে।

বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন গণমাধ্যমকে জানান, আর্জেন্টিনা জুনের ফিফা উইন্ডোতে আসতে চায়। টার্মস অ্যান্ড কন্ডিশন ঠিক থাকলে জুনেই আসবে তারা।

খেলা কোথায় হবে প্রশ্নে বাফুফের সভাপতি জানান, খেলা বঙ্গবন্ধু স্টেডিয়ামেই হবে। এ ব্যাপারে জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দেওয়া হয়েছে, তারা যেন জরুরি ভিত্তিতে সব ঠিক করে দেয়। তারা রাজি হয়েছে।

মেসিদের আর্জেন্টিনা ঢাকা এলে এটাই হবে বিশ্বচ্যাম্পিয়ন কোনো দলের প্রথম বাংলাদেশ সফর। এর আগে ২০১১ সালে আর্জেন্টিনা ঢাকায় ম্যাচ খেলে গেছে নাইজেরিয়ার বিপক্ষে। ওই প্রীতি ম্যাচে নাইজেরিয়াকে ৩-১ গোলে হারিয়েছিল মেসির দল।

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন