২৬ জুন ২০২৪, বুধবার



রেললাইন কেটে ফেলেছে দুর্বৃত্তরা, দুর্ঘটনার কবলে মোহনগঞ্জ এক্সপ্রেস

ঢাকা বিজনেস ডেস্ক || ১৩ ডিসেম্বর, ২০২৩, ০৯:১২ এএম
রেললাইন কেটে ফেলেছে দুর্বৃত্তরা,  দুর্ঘটনার কবলে মোহনগঞ্জ এক্সপ্রেস


গাজীপুরের জয়দেবপুর-ময়মনসিংহ রেলপথের ভাওয়াল রেলস্টেশন এলাকায় রেললাইন কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে ঢাকা অভিমুখী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার কবলে পড়েছে। দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার (১৩ ডিসেম্বর) ভোর ৪টা ২০ মিনিটের দিকে ওই দুর্ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তির নামপরিচয় জানা যায়নি। এ

দুর্ঘটনার পর ঢাকা ময়মনসিংহ রেলরুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনার কারণে বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকে পড়ায় ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী। দেখা দিয়েছে ট্রেনের সময়সূচির বিপর্যয়।

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, ‘বুধবার ভোর ৪টা ২০ মিনিটের দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসা ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্বৃত্তরা রেললাইন কেটে ফেলায় এমন দুর্ঘটনা ঘটেছে।’

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ‘নেত্রকোণা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ভাওয়াল স্টেশনের এক কিলোমিটার উত্তরে বনখড়িয়া এলাকায় প্রবেশের সময় ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। এতে ঘটনাস্থলেই ট্রেনের যাত্রী নিহত ও কয়েকজন আহত হন।’

তিনি আরও বলেন, ‘বগি লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও জেলা প্রশাসনের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। দুর্ঘটনার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে।’

জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, নাশকতা সৃষ্টিকারীরা রেল লাইনের অন্তত ২০ ফুট কাটার দিয়ে কেটে নেয়ায় দুর্ঘটনা ঘটেছে। এতে এক যাত্রী নিহত হয়েছেন।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন