২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



বাগেরহাটে পৌনে ২ লাখ শিশুকে দেবে ভিটামিন এই প্লাস ক্যাপসুল

বাগেরহাট প্রতিনিধি || ০৭ ডিসেম্বর, ২০২৩, ০৯:৪২ এএম
বাগেরহাটে পৌনে ২ লাখ শিশুকে দেবে ভিটামিন এই প্লাস ক্যাপসুল


বাগেরহাটে ১ লাখ ৭০ হাজার ৪০০ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল। ১২ ডিসেম্বর  বাগেরহাট জেলার এসব শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ এই তথ্য জানান।

সিভিল সার্জন বলেন, অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে আসছে ১২ ডিসেম্বর সারাদেশের মতো বাগেরহাট জেলাতেও জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এরই অংশ হিসেবে জেলার ৯ উপজেলা ও দুইটি পৌরসভার ১ হাজার ৮৫৮টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৭০ হাজার ৪০০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে  সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। আর ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য বিভাগের মেডিক্যাল অফিসার ডা. শেখ রিয়াদুজ্জামান, ডা. মেহেদী হাসান, বাগেরহাট প্রেসক্লাব সভাপতি নীহার রঞ্জন সাহা, প্রবীণ সাংবাদিক অধ্যাপক এ বি এম মোশাররফ হুসাইনসহ বাগেরহাটে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।

ঢাকা বিজনেস/বাপ্পা/এনই 



আরো পড়ুন