২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



অর্থনীতি
প্রিন্ট

করোনাকালীন দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনার প্রশংসা করেছে আইএমএফ

ঢাকা বিজনেস রিপোর্ট || ১৬ জানুয়ারী, ২০২৩, ০৯:০১ এএম
করোনাকালীন দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনার প্রশংসা করেছে আইএমএফ


করোনাকালীন সময়ে বাংলাদেশের সক্রিয় অর্থনৈতিক ব্যবস্থাপনার প্রশংসা করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) অ্যান্তইনেত মনসিও সায়েহের। 

রোববার (১৫ জানুয়ারি) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে রাজধানীর প্যান-প্যাসিফিক সোনারগাঁ হোটেলে বৈঠক করেন তিনি। বৈঠকে তিনি এ প্রশংসা করেন বলে অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

১৫ জানুয়ারি ডিএমডি অ্যান্তইনেত মনসিও সায়েহের নেতৃত্বে আইএমএফের একটি চার সদস্যের প্রতিনিধিদল কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। ৪৫০ কোটি ডলারের ঋণচুক্তি নিয়ে আলোচনার লক্ষ্যে গত শনিবার ঢাকায় আসে প্রতিনিধি দলটি।

কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে আইএমএফ প্রতিনিধি দলের বৈঠকের পর বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক সাংবাদিকদের বলেন, ‌‘সভায় আসন্ন মুদ্রানীতির বিভিন্ন চ্যালেঞ্জসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এসময় অর্থনৈতিক প্রতিকূলতাগুলো মোকাবিলায় সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা হয়।’ 

তিনি আরও বলেন, ‘এছাড়া ক্লাইমেট ফাইন্যান্সিং (জলবায়ু অর্থায়ন) এর একটা প্রস্তাব আইএমএফ আমাদের দিয়েছে। তারা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছে। আমরাও আমাদের পদক্ষেপগুলো তাদের সামনে তুলে ধরেছি। আইএমএফ এক্ষেত্রে সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।’

সভায় মুস্তফা কামাল বলেন, ‘বাংলাদেশ এখন বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতির দেশ। আমাদের জিডিপি এখন ৪৬৫ বিলিয়ন ডলার। যেখানে গত বছর ৩৯৬ বিলিয়ন মার্কিন ডলার নিয়ে আমরা ছিলাম ৪১তম বৃহত্তম অর্থনীতি। আমাদের পরবর্তী লক্ষ্য হলো ২০৩১ সালের মধ্যে একটি উচ্চ-মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে একটি স্মার্ট উন্নত দেশে পরিণত হওয়া।’

তিনি বলেন, ‘আমাদের উন্নয়নের লক্ষ্য অর্জনে অভ্যন্তরীণ ও বৈদেশিক সম্পদের পযাপ্ত সংকুলান নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে বরাবরের মতো আমরা বাংলাদেশের উন্নয়ন সহযোগীদের সহযোগিতা কামনা করি।’

বাংলাদেশ সরকারের অনুরোধে ৪ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ দিতে আইএমএফ প্রাথমিকভাবে সম্মত হওয়ায় অর্থমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।

সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান, আর্থিক প্রতিষ্ঠানের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ এবং জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন