সদ্য সমাপ্ত সপ্তাহে (১২ নভেম্বর-১৬ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে। সেই সঙ্গে কমেছে সূচকও। তবে দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মোট লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, সদ্য সমাপ্ত সপ্তাহে বা আলোচিত সপ্তাহে মোট লেনদেন হয়েছে ২ হাজার ১৭৫ কোটি টাকা। এর আগের সপ্তাহে যা ছিলো ২ হাজার ৫৯৭ কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে মোট লেনদেন কমেছে ১৬ দশমিক ২৬ শতাংশ।
আলোচিত সপ্তাহে প্রত্যেকদিন গড়ে লেনদেন হয়েছে ৪৩৫ কোটি টাকা। এর আগের সপ্তাহে যা ছিলো ৫১৯ কোটি টাকা। এক্ষেত্রে গড়ে লেনদেন কমেছে ১৬ দশমিক ২৬ শতাংশ।
গত সপ্তাহে পিই রেশিও ছিল ১৪ দশমিক ৪৯ পয়েন্ট। আলোচিত সপ্তাহে তা কমে দাঁড়িয়েছে ১৪ দশমিক ৪৬ পয়েন্ট। এক্ষেত্রে পিই রেশিও কমেছে ০ দশমিক ০৩ পয়েন্ট।
দেশের প্রধান এই শেয়ারবাজারে মোট ৪০৩টি কোম্পানির শেয়ার, ইউনিট লেনদেনে অংশগ্রহণ করেছিল; এরমধ্যে দর বেড়েছে ৫০টির, কমেছে ১০৫টির ও অপরিবর্তিতো ছিলো ২১৩টি কোম্পানির শেয়ার ও ইউনিটের। ৩৫টি কোম্পানির কোনো লেনদেন হয়নি।
এদিকে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স গত সপ্তাহে ছিলো ৬ হাজার ২৭১ পয়েন্ট। আলোচিত সপ্তাহে তা এসে দাঁড়িয়েছে ৬ হাজার ২৫৭ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে সূচক কমেছে ১৪ পয়েন্ট। শতাংশের হিসেবে ০ দশমিক ২৩ শতাংশ কমেছে।
ডিএসই ৩০ সূচক গত সপ্তাহে ছিলো ২ হাজার ১২৭ পয়েন্ট। আলোচিত সপ্তাহে তা এসে দাঁড়িয়েছে ২ হাজার ১১৮ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে সূচক কমেছে ৮ পয়েন্ট। শতাংশের হিসেবে কমেছে ০ দশমিক ৪২ শতাংশ।
ডিএসই শরিয়াহ্ সূচক গত সপ্তাহে ছিলো ১ হাজার ৩৬২ পয়েন্ট। আর আলোচিত সপ্তাহে তা এসে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৯ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে সূচক কমেছে ৩ পয়েন্ট। শতাংশের হিসেবে কমেছে ০ দশমিক ২৪ শতাংশ। আলোচিত সপ্তাহে বাজার মূলধন কমেছে ০ দশমিক ৫১ শতাংশ।
ডিএসই সূত্রে আরো জানা গেছে, আলোচিত সপ্তাহে টপটেন গেইনারের তালিকায় থাকা প্রথম তিনটি কোম্পানি হচ্ছে-প্যাসিফিক ডেনিমস লিমিটেড, বিডি. থাই অ্যালুমিনিয়াম লিমিটেড ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজি। আর একই সময়ে টপটেন লুজারের তালিকায় থাকা প্রথম তিনটি কোম্পানি হচ্ছে-জেমিনি সি ফুড পিএলসি, এপেক্স ফুটওয়্যার লিমিটেড ও এডিএন টেলিকম লিমিটেড।
এদিকে সিএসই সূত্রে জানা গেছে, সদ্য বিদায়ী সপ্তাহে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৪ কোটি টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৩৯ কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে মোট লেনদেন বেড়েছে ৫ কোটি টাকা।
দেশের দ্বিতীয় এই শেয়ারবাজারে সিএএসপিআই গত সপ্তাহের তুলনায় আলোচিত সপ্তাহে কমেছে ০ দশমিক ২৭ শতাংশ, সিএসই৩০ সূচক কমেছে ০ দশমিক ৩১ শতাংশ, সিএসসিএক্স কমেছে ০ দশমিক ২৮ শতাংশ, সিএসই৫০ সূচক কমেছে ০ দশমিক ১২ শতাংশ, সিএসআই কমেছে ০ দশমিক ০৪ শতাংশ ও সিএসইএসএমইএক্স বেড়েছে ০ দশমিক ২৩ শতাংশ।
আলোচিত সপ্তাহে সিএসইতে মোট ২৪৭টি কোম্পানি লেনদেন অংশগ্রহণ করেছিল; এরমধ্যে দর বেড়েছে ৩৪টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত ছিলো ১২৯টি কোম্পানির। সিএসইতে সমাপ্ত সপ্তাহে টপটেন গেইনারের তালিকায় থাকা প্রথম তিনটি কোম্পানি হচ্ছে-প্যাসিফিক ডেনিমস লিমিটেড, বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্টাস্ট্রিজ। আর টপটেন লুজারের তালিকায় থাকা প্রথম তিনটি কোম্পানি হচ্ছে-এপেক্স ফুটওয়্যার লিমিটেড, ক্যাপিটেক গ্রামিণ ব্যাংক গ্রোথ ফান্ড ও অ্যারামিট লিমিটেড।