২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



শিল্প-সাহিত্য
প্রিন্ট

বগুড়া লেখকচক্র পুরস্কার পেলেন ৫ জন

স্টাফ রিপোর্টার || ১৮ নভেম্বর, ২০২৩, ০৭:৪১ এএম
বগুড়া লেখকচক্র পুরস্কার পেলেন ৫ জন


বগুড়া লেখকচক্র পুরস্কার - ২০২৩ পেলেন ৫ লেখক, প্রকাশক, সম্পাদক ও সাংবাদিক। তারা হলেন কথাশিল্পে আকিমুন রহমান, কবিতায় তুষার কবির, ছোটকাগজ সম্পাদনায় সুমন বণিক, প্রকাশক আবু এম ইউসুফ ও সাংবাদিকতায় মিলন রহমান।

শনিবার (১৮ নভেম্বর) বগুড়া  প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনের সভাপতি ইসলাম রফিক। 

আগামী ১-২ ডিসেম্বর দুই দিনব্যাপী অনুষ্ঠিতব্য কবি সম্মেলনে এই ৫ জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। 

উল্লেখ্য, বগুড়া লেখক চক্র ১৯৮৮ সালের ১৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৯ সাল থেকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেব পুরস্কার প্রদান করে আসছে। 

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন