গ্রুপ পর্ব শেষে শীর্ষ ব্যাটার-বোলার যারা
ক্রীড়া ডেস্ক ||
১৩ নভেম্বর, ২০২৩, ১২:৪১ পিএম
নানা নাটকীয়তা, অঘটনের মধ্য দিয়ে শেষ হলো ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্ব। গত ৫ অক্টোবর নরেন্দ্র মোদী স্টেডিয়াম ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হয়ে ১২ নভেম্বর ভারত-নেদারল্যান্ডসের ম্যাচ দিয়ে শেষ বিশ্বকাপের গ্রুপ পর্ব। এই পর্বে অনুষ্ঠিত হয় ৪৫টি ম্যাচ। ইতোমধ্যেই সবগুলো দল নিজেদের ৯টি করে ম্যাচ খেলেছে।
চলুন জেনে নেই গ্রুপ পর্ব শেষে শীর্ষ দশ ব্যাটার-বোলার কারা:
শীর্ষ দশ ব্যাটার :
- বিরাট কোহলি (ভারত) ৫৯৪ রান
- কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা) ৫৯১
- রাচিন রবিন্দ্র (নিউজিল্যান্ড) ৫৬৫
- রোহিত শর্মা (ভারত) ৫০৩
- ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) ৪৯৯
- রাসি ফন ডার ডুসেন (দক্ষিণ আফ্রিকা) ৪৪২
- মিচেল মার্শ (অস্ট্রেলিয়া) ৪২৬
- শ্রেয়াশ আইয়ার (ভারত) ৪২১
- ড্যারিল মিচেল (নিউজিল্যান্ড) ৪১৮
- ডাভিড মালান (ইংল্যান্ড) ৪০৪
শীর্ষ দশ বোলার :
- এ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া) ২২ উইকেট
- দিলশান মাদুশাঙ্কা (শ্রীলংকা) ২১
- শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান) ১৮
- গেরাল্ড কোয়েতজি (দক্ষিণ আফ্রিকা) ১৯
- মার্কো জানসেন (দক্ষিণ আফ্রিকা) ১৭
- জসপ্রিত বুমরাহ (ভারত) ১৭
- মোহাম্মদ সামী (ভারত) ১৬
- মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড) ১৬
- হারিস রউফ (পাকিস্তান) ১৬
- বাস ডি লিড (নেদারল্যান্ড) ১৬
- রবিন্দ্র জাদেজা (ভারত) ১৬
ঢাকা বিজনেস/এমএ/
শেয়ার করুন