০৫ ফেব্রুয়ারী ২০২৫, বুধবার



৫ উইকেট হারিয়ে চাপে ইংলিশরা

ঢাকা বিজনেস ডেস্ক || ০৮ নভেম্বর, ২০২৩, ১১:৪১ এএম
৫ উইকেট হারিয়ে চাপে ইংলিশরা


পাঁচ উইকেট হারিয়ে কিছুটা চাপে রয়েছে ইংলিশরা। বুধবার (৮ নভেম্বর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৩৪ ওভারে পাঁচ উইকেটে ১৮৮ রান।

ম্যাচের শুরু থেকেই দ্রুতগতিতে রান তুলতে থাকেন এ দুই ব্যাটার। তবে ম্যাচের সপ্তম ওভারে আঘাত হানেন আরিয়ান দত্ত। তার বল সুইপ করতে গিয়ে মিকিরিনের তালুবন্দী হন বেয়ারস্টো। আউট হওয়ার আগে ১৫ রান করেন তিনি।

এরপর বাইশ গজে আসেন জো রুট। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিতে থাকেন মালান। দারুণ ব্যাটিংয়ে মাত্র ৩৬ বলে অর্ধশতক পূরণ করেন এ ব্যাটার। তিনি ছিলেন সেঞ্চুরির পথেও। তবে ৮৭ রানে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে ফেরেন সাজঘরে।

মালানের একটু আগে আউট হন জো রুটও। তিনি করেন ২৮ রান। হ্যারি ব্রুক ও জস বাটলার দুজনের কেউই বেশিক্ষণ টিকতে পারেননি। আউট হওয়ার আগে এ দুই ব্যাটার যথাক্রমে ১১ ও ৫ রান করেন।

বেন স্টোকস ও মঈন আলী এখন দলকে এগিয়ে নিচ্ছেন। এ দুই ব্যাটার অপরাজিত আছেন যথাক্রমে ৩২ ও ৪ রানে।

ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, মঈন আলী, ক্রিস ওকস, ডেভিড উইলি, গাস অ্যাটকিনসন ও আদিল রশিদ।

নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ও’দৌদ, ওয়েসলি বারেসি, কলিন অ্যাকারম্যান, সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), তেজা নিদামানুরু, বাস ডি লিড, লোগান ফন বিক, রোলেফ ফন ডার মারওয়ে, আরিয়ান দত্ত ও পল ফন মিকেরেন।



আরো পড়ুন