ওয়ানডে বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে সব উইকেট হারিয়ে ২৭৯ রানের সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে ৭ ওভারে ২ উইকেট হারিয়েছে টাইগাররা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ ওভার শেষে ২উইকেটে ৪১ রান। ক্রিজে শান্ত ৭ ও সাকিব শূন্য রানে ব্যাট করছেন।
সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে লক্ষ্য তাড়ায় ব্যাট হাতে উড়ন্ত সূচনার পর প্যাভিলিয়নের পথ ধরেছেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম। ম্যাচের তৃতীয় ওভারের মধুশঙ্কার বলে সাজঘরের পথ ধরেন তামিম। আউট হওয়ার আগে করেন ৯ রান।