২৯ জুন ২০২৪, শনিবার



শিল্প-সাহিত্য
প্রিন্ট

বাঙালি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা

ঢাকা বিজনেস ডেস্ক || ৩১ অক্টোবর, ২০২৩, ০৪:১০ পিএম
বাঙালি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা


‘বাঙালি’ প্রকাশনার সপ্তম বার্ষিকী উপলক্ষে এই সম্মাননা ও পুরস্কার দেওয়া হবে। সাহিত্যে অবদানের জন্য দেশের ১০ কবি সহিত্যিককে  সাহিত্য সম্মাননা ও পুরস্কার দিচ্ছে প্রকাশনা প্রতিষ্ঠান 'বাঙালি'। সম্মাননা পাচ্ছেন শিশুসাহিত্যক ফরিদুর রেজা সাগর, শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, কবি মারুফুল ইসলাম, কথাসাহিত্যিক মিলা মাহফুজা ও কবি দুখু বাঙাল। 

এছাড়া বাঙালি সাহিত্য পুরস্কার পাচ্ছেন গল্পকার জান্নাতুল বাকেয়া কেকা, কথাসাহিত্যিক জয়শ্রী দাস, গবেষক জে. আলী, কবি শরাফত হোসেন ও কথাসাহিত্যিক শাহমুব জুয়েল।

‘বাঙালি’ প্রকাশনার সপ্তম বার্ষিকী উপলক্ষে এই সম্মাননা ও পুরস্কার দেওয়া হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

শিগগিরই আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে প্রকাশনা সংস্থাটি।

‘বাঙালি'র প্রকাশক আরিফ নজরুল বলেন, ‘প্রকাশনা প্রতিষ্ঠান ‘বাঙালি’ দীর্ঘদিন ধরে দেশের সাহিত্য ও সংস্কৃতি এবং প্রকাশনা জগতে নানাবিধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সাহিত্যের বিভিন্ন ক্যাটাগরিতে তিন শতাধিক বই প্রকাশ করেছে। সৃজনশীল লেখকদের সম্মান জানাতেই এ সম্মাননা ও পুরস্কার দেওয়া হচ্ছে।’

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন