২৯ জুন ২০২৪, শনিবার



বেলজিয়াম-লুক্সেমবার্গে ২০৩২ সাল পর্যন্ত শুল্কমুক্ত পণ্যের সুবিধা চান প্রধানমন্ত্রী

ঢাকা বিজনেস ডেস্ক || ২৭ অক্টোবর, ২০২৩, ১২:১০ পিএম
বেলজিয়াম-লুক্সেমবার্গে ২০৩২ সাল পর্যন্ত  শুল্কমুক্ত পণ্যের সুবিধা চান প্রধানমন্ত্রী


বেলজিয়াম ও লুক্সেমবার্গকে ‘ইবিএ (অস্ত্র ছাড়া সবকিছু) পরিকল্পনার আওতায়’ ২০৩২ সাল পর্যন্ত দেশ দু’টির বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশ সুবিধা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু এবং লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জেভিয়ার বেটেলের সঙ্গে তার এফপিএস চ্যান্সেলারিতে এবং বাসভবনে দ্বিপাক্ষিক বৈঠকে এই আহ্বান জানান।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, প্রধানমন্ত্রী বলেছেন ‘উত্তরণকে শাস্তি নয় বরং পুরস্কৃত করতে ২০২৯ সালের পরিবর্তে ২০৩২ সাল পর্যন্ত ইবিএ সুবিধা অব্যাহত রাখুন।’

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ২০২৬ সালে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হতে যাচ্ছে। বাংলাদেশ কোভিড-১৯ মহামারী এবং যুদ্ধের জন্য সমস্যায় রয়েছে।’ তিনি বলেন, ‘সুতরাং, আমরা চাই আপনাদের দু’টি দেশই ২০২৯ থেকে আরও তিন বছরের জন্য ইবিএ সুবিধা অব্যাহত রাখুক। কারণ ইউরোপীয় ইউনিয়নের এই সুবিধা আমাদের উন্নয়নের জন্য সহায়ক হবে।’

প্রধানমন্ত্রী বেলজিয়ামকে বাংলাদেশে বিশেষ করে ওষুধ, নবায়নযোগ্য জ্বালানি ও জাহাজ নির্মাণে বৃহত্তর বিনিয়োগ করার অনুরোধ জানান। তিনি বলেন, ‘আপনারা নবায়নযোগ্য শক্তির পাশাপাশি জাহাজ নির্মাণ খাতে আমাদের সঙ্গে কাজ করতে পারেন। আমরা এখন জাহাজ তৈরি করছি। আপনারা আমাদের কাছ থেকে উচ্চমানের জাহাজ তৈরি করিয়ে নিতে পারেন।’ সূত্র: বাসস

ঢাকা বিজনেস/এনই



আরো পড়ুন